রোজভ্যালিতে অর্থ রেখে সর্বস্বান্ত? এবার দেখুন, গ্রাহকরা সেই টাকা হাতে পাবেন কীভাবে

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক চিটফান্ড কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট-এর মতো চিটফান্ড সংস্থায় টাকা গচ্ছিত রেখে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছিলেন। তবে এবার সরকারের তরফে রোজভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তৈরি করা হয়েছে একটি ওয়েবসাইট।

হাইকোর্টের নির্দেশ মেনে  ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’ ওয়েবসাইট খুলেছে। রোজভ্যালির আমানতকারীদের এই ওয়েবসাইটে টাকা ফেরতের আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে কমিটির পক্ষ থেকে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আজকের প্রতিবেদনে ভালো ভাবে দেখে নিন। আবেদন করলে এই তিন ধরনের ব্যক্তিরা এই টাকা ফেরত নিতে পারবে। 

আরোও পড়ুন : আম্বানি-আদানির লড়াই এখন অতীত! ‘শত্রুতা’ ভুলে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই ধনকুবের

কারা আবেদন করতে পারবেন?

প্রথম – Investor (এক্ষেত্রে আমানতকারী নিজেই নিজের টাকা দাবি করছে), দ্বিতীয় – Nominee (এই অপশনের মানে হচ্ছে আমানতকারীর মৃত্যুর পর যাকে নমিনি করা হয়েছে তিনি এই টাকা দাবি করছেন) এবং তৃতীয় – Others অর্থাৎ আমানতকারীর মৃত্যু হলে উত্তরাধিকারী সূত্রে পরিবারের কেউ এই টাকার দাবি জানিয়ে আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : এবার মেট্রো থেকে নেমেই সোজা প্রবেশ করা যাবে বিমানবন্দরে! কবে থেকে পরিষেবা শুরু এই লাইনে?

আবেদন জানানোর পদ্ধতি : www.rosevalleyadc.com- এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর  ডান দিকে আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। তারপর ইনভেস্টর, নমিনি ও আদারস- এই তিনটি অপশন দেখতে পাবেন আপনারা। নিজের নামে পলিসি থাকলে ইনভেস্টর অপশনে ক্লিক করতে হবে ও পরিবারের অন্য কারোর নামে থাকলে (যদি তিনি মৃত হন) তাহলে নমিনি অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন পেজ খুলে গেলে যথাযথভাবে আবেদন পত্র পূরণ করতে হবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ডের মধ্যে যে কোনও একটি বা দু’টি আইডি রেখে দেবেন কাছে। অন্যান্য তথ্য পূরণ করে আবেদন পত্র আপলোড করে দিতে হবে।

whatsapp image 2024 03 28 at 11.59.01

আপলোড করার পর ভুলে যাবে একটি নতুন ওয়েব পেজ। সেখানে প্রথমে আপনাকে রোজভ্যালির সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর আপলোড করতে হবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ডের যেকোনো একটি। তারপর অন্য একটি অপশনে ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর