বাংলা হান্ট নিউজ ডেস্ক: আচমকাই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর, যিনি বিশ্ব ক্রিকেটে বেশ ভালোভাবেই নিজের ছাপ ছেড়ে গিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণায় তার অগুনিত অনুগামীরা বেশ কিছুটা অবাক হয়েছেন। বর্তমানে রস টেইলরের বয়স ৩৮ বছর। রস টেইলর ১৭ বছর ধরে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ২০০৬ সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল।
২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওয়ান ডে ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। একই বছর, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন। এরপর ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকেরও সুযোগ পান। রস টেলর হলেন বিশ্বের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটে (টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি) ১০০-টির বেশি ম্যাচ খেলেছেন।
সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়বেন টেইলর। এতদিন অবধি কিউয়ি ক্রিকেট দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ড্যানিয়েল ভেট্টোরি-র। মোট ১১২ টি টেস্ট খেলেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর তাকেও ছুঁয়ে ফেলবেন টেইলর। কিছুদিন আগেই দলের সাথে মিলে জিতেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এটি তার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন।
অবসরের ঘোষণা দিয়ে টেইলর বলেন, ‘এটি একটি চমৎকার যাত্রা ছিল এবং আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। এই যাত্রায় অনেক মহান ক্রিকেটারের সাথে ও বিরুদ্ধে খেলা এবং দুর্দান্ত সব স্মৃতি তৈরি করা একটি সম্মানের বিষয়, তবে সমস্ত ভাল জিনিস একদিন শেষ হয়ে যায় এবং আমি মনে করছি এই সময়টিই সঠিক। আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই হোম মরশুমে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং অস্ট্রেলিয়ার ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাবো আমি।’