নকশালবাড়ি বাজারের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার অজস্র মানবদেহের কঙ্কাল, তদন্তে পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নকশালবাড়ি বাজারে সকাল সকাল চলছিল বেচা কেনার প্রস্তুতি। শনিবার উপলক্ষে বিশেষ বাজার বসে এই অঞ্চলে। এর ফলে হাজির হয়েছিলেন বহু ক্রেতা বিক্রেতা। কিন্তু হঠাৎ বস্তা থেকে উদ্ধার হল নর কঙ্কাল। যা দেখে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হল নকশালবাড়ি বাজারে এলাকায়।

শনিবার সকাল সাতটায় উদ্ধার হয় এই মানব কঙ্কাল। নকশালবাড়ি বাজারের আবর্জনার স্তূপ থেকে এটি উদ্ধার করা হয়। আজ সকালে এই ঘটনায় নকশালবাড়ি বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নকশালবাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মানবদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

নকশালবাড়ির চৌরঙ্গী এলাকায় একটি স্বর্ণের দোকানের পিছনে ময়লা ফেলার সময় বস্তায় মানবদেহের কঙ্কাল দেখতে পান বলে জানা গেছে। এদিন নকশালবাড়িতে হাটবার থাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ এসে ব্যাগটি খুললে দুটি মাথার খুলি ও অনেক হাড় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মানুষের মাথার খুলি ও হাড় বস্তায় ভরে রাখা হয়েছে। তাদের ধারণা, রাতের আঁধারে কেউ এই ব্যস্ত জায়গায় রেখে গেছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মাথার খুলি ও হাড়ের মধ্যে মার্কার দিয়ে বিভিন্ন তথ্য লেখা রয়েছে। পুলিশের অনুমান, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি মেডিক্যাল কলেজে পড়াতে ব্যবহার করা হতে পারে। তাদের ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X