অস্কারের মঞ্চে ভারতের দাপট, অবশেষে মনোনীত ‘RRR’, আশা জাগাচ্ছেন বাঙালি পরিচালকও

বাংলাহান্ট ডেস্ক: অস্কার ২০২৩ (Oscar) এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী বছরেই অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র জগতের সবথেকে বড় এবং সবথেকে সম্মানীয় অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আর প্রায় শেষ লগ্নে এসে ভারতবাসীর জন্য এসেছে আরো এক সুখবর। এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ (RRR) শেষমেষ জায়গা করেই নিল অস্কারে।

বৃহস্পতিবার প্রকাশ্যে এল ১০ টি বিভাগে মনোনীত ছবির তালিকা। তার মধ্যেই একটি বিভাগ ‘মিউজিক’এ জায়গা করে নিয়েছে আর আর আর। জনপ্রিয় গান ‘নাতু নাতু’র জন্য এই বিভাগে ছবিটি মনোনীত হয়েছে। উল্লেখ্য সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা ভিস্যুয়াল এফেক্ট বিভাগেও ‘আর আর আর’ ছবিটির মনোনয়নের জন্য আবেদন করা হয়েছে।

RRR Twitter 250322 1200
তবে অস্কারের জন্য মনোনীত ছবিগুলির আনুষ্ঠানিক ঘোষনা হতে চলেছে আগামী ২৪ জানুয়ারি। তাই মনে করা হচ্ছে আগামীতে অন্য বিভাগেও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘আর আর আর’এর। প্রসঙ্গত, ভারতীয় বক্স অফিসে ব্লকবাস্টার হিট এবং সারা বিশ্বে ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল আর আর আর এর ব্যবসার অঙ্ক। বিদেশেও প্রশংসিত হয়েছে আর আর আর।

একাধিক পু্রস্কার এসেছে এই ছবির ঝুলিতে। দর্শক থেকে ফিল্ম সমালোচক, সকলেই আর আর আর এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। শুধু এই ছবিটিই নয়। সেরা ডকুমেন্টরি ক্যাটেগরিতে মনোনীত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে।

ভারতের তরফে এবারে অস্কারে আনুষ্ঠানিক এনট্রি পান নলিনের ‘দ্য চেলো শো’ ওরফে ‘দ্য লাস্ট ফিল্ম শো’। প্রত্যেকটি ছবি নিয়েই আশায় বুক বাঁধছে ভারতীয় দর্শক। অস্কারের মঞ্চে প্রতিবারই ভারতের জয়জয়কার শোনা যায়। এবারেও যে তার ব্যতিক্রম হবে না, সেই আশাতেই রয়েছেন সকলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর