রাজ্যজুড়ে অব্যাহত ভোট পরবর্তী হিংসা! মমতা সরকারের ওপর চাপ বাড়াতে পথে নামছে RSS

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে বারবার সরল হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরেও অব্যাহত সেই ভোট পরবর্তী হিংসার (Post Pole Violence) অভিযোগ। একের পর এক জেলা থেকে খবর আসছে তৃণমূল ঘনিষ্ঠ দের হাতে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার খবর।

এরইমধ্যে এই ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছেড়েছেন শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। তাদের ওপর মারধোর কিংবা সন্ত্রাস চালানোর  অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। যদিও ইতিমধ্যেই  রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই কমিটিতে ছিলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজ লাল, কবিতা পাতিদার প্রমুখ।

   

বাংলা জুড়ে একাধিক জায়গায় পরিদর্শন করে গিয়েছেন তাঁরা। এসবের মধ্যেই খবর এবার এই একই ইস্যুতের পশ্চিমবঙ্গ সরকারের (Wb Government) ওপর চাপ বাড়াতে কলকাতার রাজপথে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)।  জানায় যাচ্ছে কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের (Procession) আয়োজন করেছে এই সঙ্ঘ শিবির।

আরও পড়ুন: জুলাই মাসে ১২ দিন কাজ হবে না ব্যাঙ্কে! সমস্যায় পড়ার আগে দেখে নিন তালিকা

তাদের সাথে এই মিছিলে যোগ দিতে চলেছেন সঙ্ঘ ঘনিষ্ঠ একাধিক সংগঠন। তার মধ্যে অন্যতম হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। তাছাড়াও জানা যাচ্ছে সঙ্ঘ ঘনিষ্ঠ আরও একাধিক সংগঠন যোগ দেবে এই মিছিলে। রাজ্যের বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ওপরে নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হবেন তাঁরা।

RSS

তবে জানা যাচ্ছে সরাসরি সংঘের ব্যানারে এই মিছিল হবে না।  অরাজনৈতিক সংগঠন ‘বঙ্গ বিবেক’ নামের ব্যানার তৈরি করেই হতে চলেছে এই কর্মসূচি। তবে সূত্রের খবর এখনও  পর্যন্ত রাজ্যে এই মিছিল করার অনুমতি পাননি আয়োজকরা। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবারেই কলকাতার রাজপথে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এই মিছিলে পা মেলাবেন সংঘর শিবির।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর