সঙ্ঘকে সামনে রেখে দল সাজাবে বঙ্গ বিজেপি, RSS নেতৃত্বের হাতেই রাখতে চায় BJP-র রাশ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) বিজেপির (bjp) নেতৃত্ব স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস (RSS) সদস্যদের হাতে থাকা উচিৎ- এমনটাই মনে করে আরএসএস। এমনকি স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat), বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে এই বার্তা পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে বিজেপির হারের কারণ ইতিমধ্যেই খুঁজে বের করেছে আরএসএস। সঙ্ঘের দাবি, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে আগত সকল নেতাকেই দলে নেওয়া, এমনকি ১৪৮ টি আসনে তৃণমূল ত্যাগীদের টিকিট দেওয়া- এসব ভালো ভাবে মেনে নেয়নি আদি বিজেপি সদস্যরা। তারউপর বেশিরভাগ তৃণমূল ত্যাগীরা নির্বাচনে হেরেও গিয়েছেন। এতে করে আরও ক্ষিপ্ত হয়ে গিয়েছেন পুরনো বিজেপি সদস্যরা। এইভাবে সকলকে দলে নেওয়াটা ঠিক হয়নি বিজেপির। তাই এবার ঢেলে বঙ্গ-বিজেপিকে সাজাতে চাইছে আরএসএস।

768 512 10967283 42 10967283 1615469832700

বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে এবার সঙ্ঘের বা সঙ্ঘ ঘনিষ্ঠ সদস্যের হাতেই বিজেপির রাশ রাখতে চায় আরএসএস। আর সেইমত প্রস্তুতিও শুরু করে দিয়েছে আরএসএস। ইতিমধ্যেই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে এই বার্তা পাঠিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

এপ্রসঙ্গে আরএসএস-এর মুখপত্র স্বস্তিকার প্রাক্তন সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছেন, ‘পরিকল্পনা করেই বিজেপিকে হারিয়েছে তৃণমূল। আর তৃণমূলের সেই পরিকল্পনার কথা বুঝতে বিন্দুমাত্র পারেনি বিজেপি। নির্বাচনের আগে তৃণমূল তাঁদের শয়ে শয়ে কর্মী সদস্যদের বিজেপিতে পাঠিয়েছিল। আর সেই তৃণমূল সদস্যরা বিজেপির সমস্ত পরিকল্পনা সবুজ শিবিরকে জানিয়ে দিয়ে, ভেতরে থেকেই পদ্ম শিবিরের ক্ষতি করেছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর