বাংলাহান্ট ডেস্ক : কলকাতা (Kolkata) শহরের সাথে ইতিহাস জড়িত ওতপ্রোতভাবে। সেই আদিকাল থেকেই বাংলার (West Bengal) বুকে জন্ম নিয়েছেন অসংখ্য গুণী মানুষজন। বর্তমান প্রজন্মকে তাদের অবদান সম্পর্কে অবহিত করার জন্যই কলকাতার বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ করা হয় সেইসব মনীষীদের নামে। এবার অনেকটা সেই পথেই হাঁটলো কলকাতা পুরসভা। চলতি কথায় “রুবি মোড়” রাস্তার জায়গার নাম পরিবর্তন করে “রবি ঠাকুর মোড়” করার সিদ্ধান্ত নেয়া হয়েছে কলকাতা পৌরসভা তরফ থেকে।
এলাকার বাসিন্দাদের দাবিটা ছিল বহুদিনের। বর্তমানে কলকাতার অতিরিক্ত অংশ হিসেবে সংযুক্ত করা হয়েছে বাইপাস সংলগ্ন জায়গাটিকে। কলকাতা থেকে তথ্য প্রযুক্তি নগরী সল্টলেক যেতে এই রাস্তাটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ইএম বাইপাস ও রাসবিহারী সংযোগস্থল মোড়ের অংশটির নির্দিষ্ট কোন নাম ছিল না এতদিন। বেসরকারি হাসপাতাল রুবির থেকেই এই জায়গা থেকে বলা হতো “রুবি মোড়”। এবার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এই সংযোগস্থল অংশটিকে কলকাতা পুরসভা “রবি ঠাকুর মোড় “নামে আখ্যায়িত করতে চলেছে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে রীতিমতো খুশি এলাকাবাসী।
কলকাতা পুরসভার নাম নির্ধায়ক কমিটি এই রাস্তাটির নাম “রবি ঠাকুর মোড়” দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। এই কমিটির চেয়ারম্যান কবি জয় গোস্বামী। তার নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রানী সেন, সৈকত মিত্র, বেল ভিউ ক্লিনিকের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ টন্ডন, শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। কমিটির সকল সদস্যদের মিলিত সম্মতিতে “রুবি মোড়ের” নাম বদল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও সিদ্ধান্ত হয়েছে রবি ঠাকুর ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক সিগন্যাল বাজবে রবীন্দ্র সংগীত। আগামী ৭ই আগস্ট বিশ্বকবির মৃত্যু দিবসে আনুষ্ঠানিকভাবে ওই এলাকার নাম ঘোষণা করা হবে পুরসভার তরফ থেকে। এছাড়াও ওই এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানা গেছে। উপস্থিত থাকবেন কলকাতার মহানগরীক ফিরহাদ হাকিম।
অন্যদিকে খুব শীঘ্রই চালু হতে চলেছে গড়িয়া থেকে এয়ারপোর্ট গামী মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর রুবি মোর এর মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী হেমন্ত মুখার্জির নামে।
‘আমাকে তাড়িয়ে…’ মদন মিত্রের পর এবার শুভেন্দু! তৃণমূল নিয়ে বিস্ফোরক অভিযোগ