‘বিজেপি থেকে তৃণমূলে তো যায়নি’, পার্নোকে নিয়ে বিষ্ফোরক রুদ্রনীল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে রাজনীতিতে বড়সড় পালাবদল হয়েছে। বিজেপি থেকে রাতারাতি দলবদল করে তৃণমূলে পা রেখেছেন অভিনেত্রী পার্টি মিত্র। দলীয় পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি বলেন, বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলেন তিনি। তাই ভুল সংশোধন করতে তৃণমূলে যোগদান করেছেন। এবার পার্নোর দলবদল নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

পার্নোকে নিয়ে সপাট জবাব রুদ্রনীলের (Rudranil Ghosh)

পার্নোর বিষয়ে প্রশ্ন করা হলে রুদ্রনীল সটান বলেন, ‘কে বলল ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে? এটা একেবারেই ভুল খবর। ও বিজেপি থেকে মোটেই তৃণমূলে যোগ দেয়নি। বরং ও বাড়িতে বসেছিল, ওর মনে হয়েছে তৃণমূলে যোগ দেওয়া উচিত। তাই যোগ দিয়েছে।

Rudranil Ghosh opened up about parno mittra

কী বললেন অভিনেতা: একটি ভিডিওতে তিনি আরও বলেন, ২০২১ সালে যখন পার্নো ভোটে হেরে যান, তারপর থেকেই তাঁর রাজনৈতিক কেরিয়ারের ইতি। তারপর থেকে বাড়িতেই বসা তিনি। কোনও রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন করতে বা মিছিলে হাঁটতে দেখা যাবে না তাঁকে। রাজনীতির বিষয়ে তাঁর তেমন কোনও জ্ঞান নেই। এরপরেই পার্নোর প্রশংসা করে রুদ্রনীল বলেন, তিনি খুবই সহজ সরল মানুষ। তাঁকে তৃণমূলে নিয়ে আসায় বিজেপির যেমন কোনও ক্ষতি হয়নি, তেমনই তৃণমূলেরও কোনও লাভ হল না।

আরও পড়ুন : ৩২ লক্ষ ভোটার পাবেন ডাক, শুনানির আগের রাতেই নথি নিয়ে বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের

রাজনীতি বোঝেন না পার্নো: রুদ্রনীল আরও বলেন, পার্নো রাজনীতির বিষয়ে কিছু বোঝেন না। তাই তাঁকে দিয়ে শাসকদলেরও কোনও লাভ হবে না। তবে তাঁকে যে ভুল বুঝিয়ে দলে যোগ দিতে বাধ্য করেছে তিনি সেই মানুষটাকে খু্ঁজছেন বলে মন্তব্য করেন অভিনেতা। যদিও রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, কে কোন দলে যোগ দেবেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তাঁর মনে হয়েছে যোগ দেওয়া উচিত তাই দিয়েছেন। পার্নোকে ভালো অভিনেত্রী বলে মন্তব্য করে তিনি বলেন, নিজের কাজ নিয়েই থাকেন তিনি। তৃণমূলের সব ঘটনা জানলে তিনি কখনোই কাজ করতেন না বলে মনে করেন রুদ্রনীল।

আরও পড়ুন : দুই পুত্র সহ মা বোনকেও শুনানিতে সমন, হেনস্থার অভিযোগ আনলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

প্রসঙ্গত, ২০২১ এ বিজেপির হয়ে প্রার্থী হয়েও ভোটে হেরেছিলেন পার্নো। অন্যদিকে ওই বছরই বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল। সেই থেকেই গেরুয়া দলের সক্রিয় সদস্য তিনি। তবে ভোটে হারার পর থেকে আর তেমন ভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি পার্নোকে।