বিজেপিতে এসে নয়া কবিতা রুদ্রনীলের, তৃণমূলকে বিঁধলেন স্বাস্থ‍্যসাথী-কাটমানি ইস‍্যুতে

বাংলাহান্ট ডেস্ক: ফের কবিতার ছন্দে বিরোধী
রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। ছন্দ মিলিয়ে তৃণমূল (tmc), কংগ্রেস, বামকে বেঁধার পাশাপাশি নিজের দলবদল নিয়েও সাফাই দিতে দেখা গেল রুদ্রনীলকে। তাঁর এই কবিতা এখন বেশ ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

আগের মতো ছন্দ মিলিয়ে কবিতা লিখে সাদা কালো ভিডিওতেই পাঠ করেছেন রুদ্রনীল। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম কবিতা লিখলেন তিনি। এবার তাঁর কবিতায় উঠে এল স্বাস্থ‍্যসাথী, কাটমানি, চপ শিল্পের মতো প্রসঙ্গ। দল বদলের রাজনীতি করা নিয়ে যে ট্রোলের শিকার হয়েছিলেন কবিতার মাধ‍্যমেই জবাব দিলেন তার।

rudranil 5ff7dbe25c2a9
প্রসঙ্গত, এর আগে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এক বেসরকারি সংবাদ মাধ‍্যমের প্রশ্নের জবাবে অভিনেতা জানান, যদি দল থেকে তাঁকে সুযোগ দেওয়া হয় তবে অবশ‍্যই তিনি ভোটে দাঁড়াবেন। আর দাঁড়ালে তাঁর ইচ্ছা নিজের জন্মস্থান হাওড়া থেকেই দাঁড়াবার। সম্প্রতি গুঞ্জন ওঠে হাওড়ার শিবপুর থেকে নকি ভোটে দাঁড়াতে চলেছেন তিনি। রুদ্রনীল এই প্রসঙ্গে জানান তিনি হাওড়ার ছেলে বলেই এমন খবর চাউর হয়েছে।

তবে রুদ্রর সাফ কথা, পুরোটাই নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপর। কারণ বিজেপি কর্মী নির্ভর পার্টি। যদি দল তাঁকে ভরসা করে তাহলে হাওড়া থেকেই ভোটে দাঁড়াবেন তিনি। নাহলে যেমন জেলায় জেলায় কাজ করছেন তেমনি করবেন। রুদ্রনীলের কথায়, “ব‍্যক্তিগত ইচ্ছার স্থান দলীয় সিদ্ধান্তের অনেক পরে”।

পরক্ষণেই তৃণমূলকে খোঁচা মেরে অভিনেতা বলেন, তৃণমূলে কে দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হবে তার উপরেই নির্ভর করে ভোটে দাঁড়ানোর টিকিট। সেখানে যোগ‍্য হলেও যদি দলীয় নেতৃত্বের মন মতো না হয় তাহলে সে খারাপ‌। কিন্তু কেউ খারাপ হলেও যদি দলীয় নেতৃত্ব তাকে ভাল বলে মনে করে তাহলে সবাইকে ভাল বলেই মানতে হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর