বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালত অবমাননার অভিযোগ! এবার হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানায় সোজাসুজি স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে জারি হল রুল। আদালত অবমাননার দায়ে শুক্রবার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Justice Sabyasachi Bhattacharyya)।
ঘটনাটা কী? আদালত সূত্রে খবর, পুলিশের সাব–ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আরটিআই করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা। তবে সেই তথ্য প্রদান করেনি রাজ্য। আদালতের নির্দেশ আগামী ৭ দিনের আরটিআইয়ের উত্তর দিতে হবে। তবে আদালত কড়া নির্দেশ দেওয়ার পরও তা পালন করা হয়নি।
এই অভিযোগেই দায়ের হয় আদালত অবমাননা মামলা। সেই সময় অর্থাৎ গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে বহাল ছিলেন আইপিএস ওয়াকার রাজা। তাই ওই পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয়। এই কারণেই এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের প্ৰতি চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। গোটা ঘটনা শুনে রাজ্যকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে। আর কোনও ভাবে কোনও সুযোগ দেওয়া হবে না।’ বিচারপতির দৃঢ় পর্যবেক্ষণ, আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে। এই কারণেই রুল জারি করা হয়।
তবে বর্তমানে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের পদে নেই ওই আধিকারিক। সম্প্রতি মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা। আদালত অবমাননার মামলায় রাজা চাইলে অবশ্য এই নিয়ে আপিল করা যেত, তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে।
আরও পড়ুন: মাথায় ১ কোটি ৫২ হাজার টাকার ঋণের বোঝা! জানেন ঠিক কত সম্পত্তির মালিক BJP প্রার্থী হিরণ?
প্রসঙ্গত, বিগত কিছু সময়ের বারংবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিব বিপি গোপকালিকাকেও তুলোধোনা করে হাইকোর্ট। রুল জারি নিয়েও সতর্ক করা হয়। আর এবার RTI মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্য।