বাংলা হান্ট ডেস্ক : গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) রূপম ইসলামের (Rupam Islam) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। রূপম ইসলাম একজন রকস্টার। তাঁকে বেশিরভাগ সময়ই মঞ্চে দাড়িয়ে গান গেয়ে দর্শকদের মাতাতে দেখা যায়। কিন্তু কিছুদিন আগে শো শেষ করে তিনি বিশ্রাম নিতে ঢুকছিলেন। সেই সময়ই ঘটল তাঁর সাথে এমন এক ঘটনা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে।
তিনি সেইদিন শো করে ক্লান্ত হয়ে যখন বিশ্রাম নিতে ঢুকছিলেন তখন তাঁকে অনেক মানুষ ঘিরে ধরেছিল। সেইসময় তিনি মেজাজ হারিয়ে এমন কিছু ভাষা ব্যবহার করে ছিলেন। যেটিকে সভ্য ভাষা বলে মানা যায় না। এমনকী তিনি সেই মানুষগুলির দিকে তেড়েও ছিলেন। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে রয়েছে। রূপমকে নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছেন। তবে অধিকাংশ মানুষই সেই সেলফি তুলতে যাওয়া ব্যাক্তিটির উপরেই বিরক্ত হয়েছেন। রূপককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল হলে, তিনি এই বিষয়টি নিয়ে মুখ খুললেন।
তিনি হঠাৎই লাইভে আসেন এবং তিনি বলেন, ‘আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা একইরকমই থাকুন। আমি একজন রক শিল্পী। আমি আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনাদের এই শিষ্ঠামিতে আমি নেই। যেকটা অনুষ্ঠান চলবার কথা আছে সেগুলো আমি করব। তার পর আর গান গাইব না আমি’।
এখানেই তিনি থেমে থাকেননি তিনি এও বলেন, ‘আমার আর নতুন করে আপনাদেরকে কিছু দেওয়ার নেই। এই পৃথিবী হচ্ছে ফেসবুক এবং সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমাদের মতো ঠোঁটকাটা লোকেদের জন্য একেবারেই নয়। আমার যা বলার আমি সেটাই বলব। এবার থেকে আমি আমার বৈঠকখানায় বসে কথা বলব। আশা করি সেখানে নিশ্চয়ই কেও ঢুকে পড়বে না’।
তাঁর ভাষা নিয়ে মানুষ প্রশ্ন তুললে তিনি বলে উঠলেন, ‘আমার বাবা-মা কেওই কষ্মিনকালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিলেন তুই তো বাংলা ক্লাসিক গান গাস তাহলে, এইসব ছাইপাস কেন? আমি সেই কথা শুনে গিটার ছুড়ে টিভি ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, মনে রাখবেন আমিই সেই লোক। তোমরা ভেবো না যে সেই দিনের নিয়ে কথা বললাম। ওসব কথা কে বলে। যেসকল লোক আমার নিয়ে কথা বলেছে তাঁদের আমি ভুল প্রমান করে দিয়েছি। হ্যাঁ লোকটা অহংকারী, অসভ্য, জানোয়ার। কিন্তু আমি তো আমিই তাই না।