ম্যাচ হারলেও বল হাতে আইপিএলে ইতিহাস গড়লেন আন্দ্রে রাসেল, একমাত্র বোলার হিসেবে গড়লেন একাধিক নজির

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল এর অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ানসের শক্তির প্রধান কারণ দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। মুম্বাই দলের প্রায় এগারো জন খেলোয়াড়ই ব্যাটিং করতে পারেন। সেই আইপিএলে প্রথম মরশুম থেকে শুরু হয়েছে সেই সময় মুম্বাইয়ের ব্যাটিং এর প্রধান স্তম্ভ ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার- সনৎ জয়সূর্য জুটি। বর্তমানে রোহিত, সূর্য কুমার যাদব থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডদের নিয়ে মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপ।

তবে এবার আইপিএলের শুরু থেকে এক অন্য চিত্র দেখা যাচ্ছে। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপে বারবার ছিদ্র দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অখ্যাত বোলার হর্ষেল প্যাটেল পাঁচটি উইকেট নিয়ে মুম্বাইয়ের ব্যাটিং একা হাতে ধ্বংস করে দেয়। আর গতকাল কেকেআর বনাম মুম্বাই ম্যাচেও মুম্বাইয়ের ব্যাটিং একা হাতে ধ্বংস করে দেন আন্দ্রে রাসেল। মাত্র দু-ওভার বল করে পাঁচটি উইকেট তুলে নেন তিনি।

গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে মুম্বাইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন আরসিবির হর্ষেল প্যাটেল। এই ম্যাচে আন্দ্রে রাসেল মাত্র দু-ওভার বল করে মাত্র 15 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে হর্ষেল প্যাটেলের রেকর্ডে ভাগ বসালেন রাসেল। সেই সঙ্গে কেকেআর বোলার হিসেবে সুনিল নারিনে দীর্ঘদিনের রেকর্ড ভেঙ্গে দিলেন রাসেল। মাত্র 19 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন নারিন। এবার নারিনের রেকর্ড ভেঙ্গে মাত্র 15 রানে 5 উইকেট তুলে নিলেন রাসেল। এছাড়াও আইপিএলের ইতিহাসে রাসেলই একমাত্র বোলার যিনি মাত্র দু ওভার বল করে পাঁচটি উইকেট নিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর