বাংলাহান্ট ডেস্কঃ এই মুহূর্তে করোনা মারণ ভাইরাস গোটা বিশ্ব জুড়ে মহামারী সৃষ্টি করেছে। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছেনা মানব সমাজ। আর এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে পুতিনের রাশিয়া। রাশিয়ার এমন আবিষ্কারের ফলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক তৈরি করে ফেলেছে রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়া সরকার সেই ভ্যাকসিনে ছাড়পত্র দিয়ে দিয়েছে। এই ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মেয়ের ওপর। এর ফলে মনের জোড় বাড়তে শুরু করেছে সারা বিশ্বের। এই ভ্যাকসিনে আশাবাদী রবিচন্দ্রন অশ্বিনও।
এইদিন অশ্বিন করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য রাশিয়াকে অভিনন্দন জানিয়ে টুইট করে লিখেছেন, “করোনার প্রথম ভ্যাকসিন বেরিয়ে গিয়েছে, অসাধারণ কাজ করেছে রাশিয়া। এবার ভ্যাকসিন ঠিকঠাক কাজ করুক। ভালো সময়ের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।”