ভারতকে টেক্কা দিতে গিয়ে ব্যর্থ, চাঁদের মাটিতে ধূলিসাৎ রাশিয়ার চন্দ্রযান! তরতর করে এগিয়ে চলছে ISRO-র মিশন

বাংলা হান্ট ডেস্ক: এ যেন অনেকটাই তীরে এসে তরী ডুবে যাওয়ার মতো ঘটনা। অন্তত রাশিয়ার “চন্দ্রযান” “লুনা-২৫”-এর চন্দ্রাভিযানের সফরকে একবাক্যে বলতে গেলে এই বাগধারার মাধ্যমেই উপস্থাপিত করা যেতে পারে। কারণ, ইতিহাস তৈরি করতে গিয়েও ব্যর্থতার সম্মুখীন হল রাশিয়া (Russia)। জানা গিয়েছে, চাঁদের মাটিতেই ভেঙে পড়ল রুশ মহাকাশযান “লুনা-২৫”।

ইতিমধ্যেই রুশ মহাকাশ সংস্থা রসকসমস রবিবার এই খবর জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী সোমবার চাঁদে অবতরণের কথা ছিল রাশিয়ার এই মহাকাশযানের। কিন্তু শেষপর্যন্ত তা সফল হল না। এদিকে, সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে যদি রুশ মহাকাশযানের সফল অবতরণ হত সেক্ষেত্রে যে নতুন ইতিহাস তৈরি হত সেই বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। কারণ, চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের মহাকাশযানের সফল অবতরণ করেনি।

Russia's Luna 25 mission failed

উল্লেখ্য যে, গত শনিবারই রুশ মহাকাশযান “লুনা-২৫”-কে ঘিরে তৈরি হয়েছিল সংশয়। আর মাত্র এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যাওয়ার কথা থাকলেও তার আগেই ঘটল বিপত্তি। শুধু তাই নয়, শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে “জরুরি পরিস্থিতি”র মুখোমুখি হতে হয় “লুনা-২৫”-কে। যার ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী ওই মহাকাশযানকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। এমতাবস্থায়, নির্ধারিত গতির থেকে বেশি গতিতে ছুটে চাঁদের মাটিতে ভেঙে পড়ে “লুনা-২৫”। আর এইভাবেই গত ৪৭ বছরে প্রথমবার চন্দ্রাভিযানে শামিল হওয়া রাশিয়ার সফল হওয়ার স্বপ্নও ভেঙে যায়।

আরও পড়ুন: করতে চলেছে আরও একটি বড় কারনামা! Chandrayaan-3-এর সফল উৎক্ষেপণের পর ইতিহাস গড়তে চলেছে ISRO

তবে, এবার সকলের চোখ রয়েছে ভারতের “চন্দ্রযান-৩”-এর দিকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বুধবার চাঁদের দক্ষিণ মেরুতেই অবতরণ করার কথা রয়েছে “চন্দ্রযান-৩”-র। পাশাপাশি, ভারতের কাছে রয়েছে ইতিহাস তৈরির সুযোগও। উল্লেখ্য যে, গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। যদিও, তার প্রায় এক মাস পর রওনা দেয় রাশিয়ার মহাকাশযান “লুনা-২৫”।

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠ থেকে আর কতদূরে? চন্দ্রযান-৩ নিয়ে সুখবর শোনাল ISRO, বড় পরীক্ষা আজ রাতেই

একটা সময়ে মনে হয়েছিল যে, চন্দ্রযান ৩-এর আগেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে রাশিয়া। কিন্তু সেটা আর হল না। এদিকে, জানা গিয়েছে পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করানো হবে ভারতীয় চন্দ্রযানকে। যেটিকে “সফট ল্যান্ডিং” বলা হয়। এমতাবস্থায়, আগামী বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ল্যান্ডার বিক্রমের। ইতিমধ্যেই মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর “চন্দ্রযান-৩” গতি কমিয়েছে। তবে, রবিবার দ্বিতীয় দফায় গতি কমানো হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর