‘মোদীর দূত হিসেবে জয়শংকর এসে আমাকে হুমকি দিয়েছিলেন’, বিস্ফোরক দাবি ওলির

বাংলহান্ট ডেস্কঃ ‘২০১৫ সালে নেপালের সংবিধান গ্রহণের সময় তীব্র আপত্তি জানিয়েছিল ভারত’- এমনটাই অভিযোগ করলেন নেপালের (Nepal) প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (k p sharma oli)। এখানেই শেষ নয়, তিনি আরও অভিযোগ করেন, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হয়ে নেপালে ‘অসন্তোষ বার্তা’ নিয়ে গিয়েছিলেন বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শংকর। ওলির এমন দাবিতে হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।

নেপালের সংবিধান গ্রহণের বর্ষপূর্তি ছিল সোমবার। সেই কারণে দলের শীর্ষ নেতারা রবিবার একটি বৈঠকের আয়োজন করেছিলেন। সেই বৈঠকে ‘Nepal Communist Party’ (UML)-এর স্ট্যান্ডিং কমিটির কাছে একগুচ্ছ ‘কূটনৈতিক নথি’ জমা দেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

KP Oli 1

ওলির জমা দেওয়া সেই নথিতে স্পষ্ট ভাষায় লেখা ছিল, ‘সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হয়ে নেপালে উপস্থিত হয়েছিলেন এস জয়শংকর। রাজনীতিবিদের সঙ্গে দেখা করে তিনি বলেছিলেন, ভারতের ইচ্ছার বিরুদ্ধে যদি সংবিধান গ্রহণ করা হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না। এমনকি এর ফলে নেতিবাচক প্রভাব পড়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন’।

প্রসঙ্গত, প্রথম থেকে কিছুটা চীনপন্থী মনোভাব হওয়ায়, ওলির সঙ্গে ঠিক খাপ খেত না ভারতের চিন্তাধারার। তারউপর ২০১৫ সালের ২০ শে সেপ্টেম্বর নেপালের নতুন সংবিধান গ্রহণ করার পর, তরাইয়ের মদেশীয় সম্প্রদায়ের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ ওঠে। সেই সময় প্রায় মাস খানেক ধরে মদেশীয়রা বিক্ষোভ প্রদর্শন করায়, নিরাপত্তার স্বার্থে ভারত-নেপাল সীমান্ত বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লী। আর তারপর থেকেই ভারত নেপালের সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর