বলিউডের ভাগ‍্যে শিকে ছিঁড়ল না, আগামী ছবিতে এই দক্ষিণী সুপারস্টারকে নায়ক করলেন রাজামৌলি

বাংলাহান্ট ডেস্ক: এস এস রাজামৌলি (S S Rajamouli), নামটাই যথেষ্ট মানুষটার কাজের মূল‍্যায়ন করার জন‍্য। এই মুহূর্তে দেশের সবথেকে সফল পরিচালকদের মধ‍্যে একজন তিনি। তিনি নাকি যে ছবিতেই হাত দেন সেটাই হিট। ‘মগধীরা’র পর ‘বাহুবলী’র দুটি অংশ এবং সাম্প্রতিক ‘আর আর আর’ সবকটিই ব্লকবাস্টার হিটের তালিকায় গিয়েছে। ‘আর আর আর’ তো বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে নতুন করে প্রতিষ্ঠা করে ভারতের নাম।

কলাকুশলীরা যখন সাফল‍্যের স্বাদ চেটেপুটে চাখতে ব‍্যস্ত তখনি নিজের আগামী ছবির কথা ঘোষনা করলেন রাজামৌলি। এবারেও কোনো বলিউড তারকা নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রির এক সুপারস্টারকেই নায়ক হিসাবে নির্বাচন করেছেন তিনি।

Mahesh Babu 1200by667
সেই সুপারস্টার হলেন মহেশ বাবু (Mahesh Babu)। অভিনেতার জন‍্য একটি নয়, বরং দু দুটি গল্পের প্রস্তাব রাখতে চলেছেন রাজামৌলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনার বাড়বাড়ন্তের জন‍্য গত বছরের শেষের দিকে ‘আর আর আর’ এর মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল‌। তখন তাঁর বাবা প্রখ‍্যাত চিত্রনাট‍্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ পরামর্শ দিয়েছিলেন, হাত গুটিয়ে বাড়িতে বসে না থাকতে।

বাবা ছেলে মিলে বেশ কিছু গল্পের চিন্তা ভাবনা করেছিলেন তখন। মহেশ বাবুর জন‍্য তার মধ‍্যে থেকেই দুটি গল্পের প্রস্তাব রাখতে চলেছেন রাজামৌলি। এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত না হলেও তিনি দাবি করেছেন, তাঁর আগের ছবিগুলির মতোই এই দুটিই বড় মাপের ছবি হতে চলেছে।

ছবির নাম বা অন‍্যান‍্য তথ‍্য এখনো পর্যন্ত প্রকাশ‍্যে আনেননি রাজামৌলি। তবে তিনি জানান, মহেশ বাবুর তরফে সবুজ সংকেত পেলেই চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু করে দেবেন তিনি।

অন‍্যদিকে মুক্তির দু সপ্তাহ পরেই গোটা বিশ্বে ১০০০ কোটি টাকার ব‍্যবসা করে ফেলল ‘আর আর আর’। এতদিন পর্যন্ত শুধুমাত্র বাহুবলী ২ এবং দঙ্গলই এই পরিমাণ ব‍্যবসা করতে সক্ষম হয়েছিল। হিন্দি সংষ্করণে এখনো পর্যন্ত মোট ২১৩.৫৯ কোটি টাকার ব‍্যবসা করেছে আর আর আর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর