কোনোদিন কাজ চাইতে পারিনি কারোর কাছে, রাজনীতি অনেক বড় প্ল্যাটফর্ম দিয়েছে: সায়নী

বাংলাহান্ট ডেস্ক: একদিকে রাজনীতির দায়িত্ব, অন্যদিকে অভিনয় কেরিয়ার, দুটো দিকই সমান তালে সামলাচ্ছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তৃণমূলের যুব সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন সায়নী। ইচ্ছা ছিল বিধায়ক হওয়ার। তখন অবশ্য ভাগ্যে শিকে ছেঁড়েনি তাঁর। কিন্তু দলের প্রতি কর্তব্যবোধ দেখে বিশেষ দায়িত্ব দেওয়া হয় সায়নীকে।

শুধু রাজনীতি নয়, অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ততা বেড়েছে সায়নীর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে শুটিং সামলেও বেশ কিছুদিন নিজের জন্য থাকত তাঁর। কিন্তু এখন পরিবারের জন্যও সময় থাকে না তাঁর কাছে। অনেকটা সময়ই বেরিয়ে যায় রাজনৈতিক দায়িত্ব পালনে। সায়নীর কথায়, তিনি যে সময়টায় যোগ দিয়েছেন সে সময়টা খুব গুরুত্বপূর্ণ।

Saayoni ghosh

পরপর নির্বাচন রয়েছে। ব্যস্ততা তুঙ্গে। তবে সায়নী বলেন, আরাম করার জন্য রাজনীতিতে আসেননি তিনি। আগে যতগুলো জেলা, ব্লকের নাম জানতেন না, এখন সব জানেন। আগে মানুষ তাঁকে পর্দায় দেখত, এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। সময়টা বেশ উপভোগ করছেন সায়নী।

এই জনতার কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন এনেছেন সায়নী। গুরুত্বপূর্ণ পদে থাকলেও বেশি নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরেন না তিনি। গ্রামের মহিলাদের সঙ্গে সহজে মিশে যেতে জিন্স টপের বদলে ধরেছেন সাদামাটা শাড়ি। তাই পরেই দিব্যি দৌড়ে বেড়াচ্ছেন। আবার ভাষণের মধ্যেও জনতাকে এনগেজ করতে জুড়ে দিচ্ছেন গান। শিল্পী আর নেত্রী সায়নী মিলেমিশে যাচ্ছে মঞ্চে।

আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘LSD, লাল সুটকেসটা দেখেছেন’। ছবিতে সায়নীর বিপরীতে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তীকে। পাশাপাশি রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ ছবিতেও দেখা যাবে তাঁকে। সায়নী বলেন, তিনি কারোর কাছেই কাজ চাইতে পারেন না। দল মত নির্বিশেষে পরিচালক অনীক দত্ত তাঁকে বেছে নিয়েছিলেন ‘অপরাজিত’র বিজয়া রায় চরিত্রটির জন্য।

সায়নী স্পষ্ট বলেন, রাজনীতি তাঁকে অনেক বড় মঞ্চ দিয়েছে। কিন্তু তাঁর প্রথম ভালবাসা অভিনয়। আগে তাঁর ব্যাপারে সবাই বলত, তিনি অসাধারণ অভিনেত্রী। কিন্তু কাস্ট করার সময়ে অদ্ভূত ভাবে তাঁর নাম ভুলে যেত সবাই। তাই তিনি বেশি আশা করেন না। যতটুকু পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। বড় সুযোগ পেলে অবশ্যই তিনি করবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর