ক‍্যানসার আক্রান্ত ঐন্দ্রিলা, বিশেষ বান্ধবীর জন‍্য যত্ন নিয়ে খাবার গুছিয়ে দিচ্ছেন ‘বামাক্ষ‍্যাপা’ সব‍্যসাচী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের ক‍্যানসারে (cancer) আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (oindrila sharma)। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর বিশেষ বন্ধু অভিনেতা সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। প্রথম দিন থেকেই ঐন্দ্রিলার পাশে থেকে তাঁর মনোবল বাড়িয়ে চলেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। সামনে টেবিলে সাজানো রয়েছে খাবার‌। পাশে সব‍্যসাচী দাঁড়িয়ে যত্ন করে সব খাবার সাজিয়ে দিচ্ছেন ঐন্দ্রিলার জন‍্য। ছবির ক‍্যাপশনে অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ঐন্দ্রিলা।


অভিনেত্রীর এই ছবি দেখে চোখ ছলছল তাঁর অনুরাগীদেরও। ঐন্দ্রিলার দ্রুত সুস্থতার কামনা করেছেন সকলে। হাসপাতালের কেবিনের জানলার পাশে সব‍্যসাচীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। নিজের লম্বা চুলও ছোট করে কেটে ফেলেছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন ক‍্যামেরার জন‍্য। সেই ছবিতে সব‍্যসাচীকেও ট‍্যাগ করেছেন তিনি।

https://www.instagram.com/p/CL3vCscDSan/?igshid=tdk35vf61sh

সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। একবার লড়াই করে হারিয়েছেন ক‍্যানসারকে। দ্বিতীয় বার আর লড়াইয়ের ক্ষমতা নেই তাঁর।

https://www.instagram.com/p/CMJrduTB6Vo/?igshid=g53ck63d00ot

এমন অবস্থায় নিজের বিশেষ বন্ধুকে পাশে পেয়েছেন অভিনেত্রী। তিনি অভিনেতা সব‍্যসাচী চৌধুরী। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে বামাক্ষ‍্যাপার ভূমিকাতেই সকলে চেনে তাঁকে। শোনা যায় গত কয়েট বছর ধরেই সম্পর্কে রয়েছেন সব‍্যসাচী ঐন্দ্রিলা। যদিও একথা স্বীকার করেননি দুজনের কেউই।

কিন্তু এই কঠিন সময়ে আবেগের বশে হলিউড ছবি ‘দ‍্য ফল্ট ইন আওয়ার স্টারস’ এর পোস্টার শেয়ার করে সব‍্যসাচীকে ট‍্যাগ করেন ঐন্দ্রিলা। সেই স্টোরি ফের নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সব‍্যসাচী। সঙ্গে লেখেন, ‘আমরা এটা ঠিক করব, করেই ছাড়ব’।

সম্পর্কিত খবর

X