বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন সব্যসাচী দত্ত

বাংলা হান্ট ডেস্ক : বিজেপিতে যোগ দিয়েছেন মাত্র কয়েক দিন হল হল কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ তাই বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে৷ বুধবার থেকেই তাঁর নিরাপত্তা লাগু হয়েছে৷ যদিও এই প্রথমবার নয় এর আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের প্রত্যেকেরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিংহ প্রত্যেকেই বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শীর্ষ নেতৃত্বরা৷DE18DUTTA

তবে লোকসভা নির্বাচনে জয়লাভের পরেই অনেক তৃণমূল ছেড়ে আসা সাংসদ Z ক্যাটাগরির নিরাপত্তা পান৷ কিন্তু সদ্য দলে যোগ দেওয়া রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের নিরাপত্তা নিয়ে যথেষ্ট পর্যালোচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দফতর এবং এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি নেতা সব্যসাচী দত্ত এ বার সিআরপিএফ জওয়ান নিয়ে ঘোরা ফেরা করতে পারবেন৷ কেন্দ্রের তরফ থেকে এ ভাবে নিরাপত্তা দেওয়ায় যথেষ্টই খুশি সব্যসাচী দত্ত৷বহু দিন থেকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে 1 অক্টোবর তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের জনজাগরণ সভা থেকে বিজেপিতে যোগ দেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷

বিজেপিতে যোগ দেওয়ার পরেই দলের তরফ থেকে তাঁকে তাঁর জেলায় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে৷ গাঁধী সংকল্প যাত্রাতেও তাঁকে একাধিক দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে তাই তাঁর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ তাই অবশেষে বিজেপিতে যোগ দেওয়ার মাত্র 29 দিনের মাথায় সব্যসাচী পেলেন Y ক্যাটাগরির নিরাপত্তা৷

সম্পর্কিত খবর