বাংলা হান্ট ডেস্কঃ করোনার হাত থেকে রক্ষা পেলেন না ক্রিকেটের ঈশ্বর মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। করোনায় আক্রান্ত হয়েছেন সচিন তেন্দুলকার। আজ সকালে টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে আপাতত করোনার মৃদু উপসর্গ দেখা গিয়েছে শচীন টেন্ডুলকারের শরীরে। তবে ভালো খবর এটা যে শচীন ছাড়া তার পরিবারের আর কোন সদস্য করোনা আক্রান্ত হয়নি।
টুইট করে সচিন তেন্দুলকার জানিয়েছেন, “করোনার হাত থেকে রক্ষা পেতে এবং করোনাকে দূরে সরিয়ে রাখতে আমি সমস্ত রকম নিয়মকানুন পালন করেছি। সব সময় সামাজিক দূরত্ব বজায় রেখেছি। নিয়মিত ব্যবধানে নিজের পরীক্ষাও করিয়েছি তার সত্ত্বেও আমি করোনা আক্রান্ত হলাম। আপাতত আমার শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। তবে আমার পরিবারের অন্য কোন সদস্য করোনায় আক্রান্ত হয়নি।” আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সচিন তেন্দুলকার।
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
সেই সঙ্গে এই কঠিন সময়ে শচীন টেন্ডুলকারের পাশে থাকার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়াও তার শুভাকাঙ্ক্ষী যারা নিয়মিত শচীন টেন্ডুলকারের জন্য এবং দেশের জন্য প্রার্থনা করেন তাদের কেউ ধন্যবাদ জানিয়েছেন সচিন। উল্লেখ্য, কয়েকদিন আগেই রোড সেফটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় লিজেন্ডস দল। সেই দলের সদস্য ছিলেন শচীন টেন্ডুলকার।