বাংলাহান্ট ডেস্কঃ দেশের এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর (sachin tendulkar)। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশজুড়ে অক্সিজেন এবং হাসপাতালের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরের নাগরিক থেকে শুরু করে বহির্বিশ্বের বন্ধু দেশ- সকলেই পাশে এসে দাঁড়িয়েছে ভারতের।
কিছুদিন আগে নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মাস্টার ব্লাস্টার। এবার করোনা রোগীদের সাহাযার্থে নিজেও এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর। ভারতের মিশন অক্সিজেন তহবিলে দান করলেন ১ কোটি টাকা।
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2021
একথা নিজেই ট্যুইট করে জানালেন সচিন তেন্ডুলকর। স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘এই মুহূর্তে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ঝড়ের গতিতে বাড়ছে। ভেঙে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার শিড়দাঁড়া। এই সংকট থেকে মুক্তি পেতে প্রয়োজন প্রচুর পরিমাণে অক্সিজেন। এই সংকটের দিনে সকলকে এগিয়ে আসতে দেখে ভালো লাগছে’।
তিনি আরও লেখেন, ‘২৫০ জনের বেশি নতুন প্রজন্ম যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়ে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে যাওয়ার জন্য অর্থ সংগ্রহ করছে। তাই ওদের এই কাজে আমিও কিছুটা সাহায্য করলাম। আমি যতদিন খেলার মাঠে ছিলাম, দেশবাসীর অনেক উৎসাহ পেয়েছি। এই করোনার বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে লড়াই জারি রাখব। আমি আশাবাদী, দ্রুতই ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে’।