বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে মাত্র তিনটি মাস। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে জুড়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। গতবছরের মতোই ভারতীয় দল এবারেও ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান আরম্ভ করবে। নিজের অফিসিয়াল অ্যাপ “100 MB” এর টুইটার হ্যান্ডেল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দল বেছে নিয়েছেন সচিন টেন্ডুলকার। তবে ১১জনের নামই নেননি তিনি। যে ৬ জন তার মতে নিশ্চিত তাদের নামই জানিয়েছেন তিনি।
<span;>অধিনায়ক রোহিত শর্মা ও তিন নম্বরে বিরাট কোহলির জায়গা সচিনের কাছে নিশ্চিত। যদিও বিরাট কোহলি এইমুহূর্তে নিজের সেরা ফর্মের ধারে কাছেও নেই, বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটার তাকে বিশ্বকাপের দলে না রাখার পক্ষপাতী, তাও তাকে নিজের দলে জায়গা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। এরপর চার নম্বরে দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকেও রেখেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে পঞ্চম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে শতরান করেছেন এই ভারতীয় তারকা।
<span;>এরপর দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ছয় নম্বরে রেখেছেন সচিন। দুর্দান্ত ফর্মে থাকা হার্দিক নিজের অধিনায়কত্বে সম্প্রতি গুজরাটকে আইপিএল জিতিয়েছেন। চোট কাটিয়ে ফেরার পর থেকেই তিনি ব্যাট এবং বল হাতে অসাধারণ ছন্দে রয়েছেন। তারপরে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা ভুবনেশ্বর কুমারকে ৮ নম্বরে রেখেছেন তিনি। তারপর ১০ নম্বরে এইমুহূর্তে বিশ্বের সেরা পেসার বুমরাকে রেখেছেন সচিন।
<span;>এখনও রোহিতের সঙ্গী দ্বিতীয় ওপেনার, পঞ্চম ক্রম ব্যাটার, উইকেটরক্ষক এবং দুই বোলারের জায়গা খালি রেখেছেন তিনি। খুব সম্ভবত এশিয়া কাপ এবং সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দেখে ওই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি ক্রিকেটপ্রেমীদের তাদের যুক্তি অনুযায়ী সেরা দল বেছে নিতে অনুরোধ করেছেন।