বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। প্রথমে ব্যাট করে ২০৭ রানের বিশাল স্কোর খাড়া করেছিলেন শুভমান গিলরা। এরপর রশিদ খান, নুর আহমেদ-দের দাপটে মাত্র ১৫২ রান তুলতে পেরেছিল মুম্বাই। ৫৫ রানের বিশাল ব্যবধানে হেরে রীতিমত চাপে পড়ে গিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। এরই মধ্যে সচিন পুত্র, মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিয়াম পেসার অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar) বারবার আলোচনায় উঠে আসছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়ে গেল তার। নিজের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটি উইকেট নিয়ে শিরোনামে এসেছিলেন। এর পরের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তিনি একটি উইকেট পেয়েছিলেন বটে। তবে এরপর ডেথ ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্যাম ক্যারান ও হরপ্রীত ভাটিয়ার বিরুদ্ধে এক ওভারে ৩১ রান বিলিয়েছিলেন তিনি।
এরপর গতকাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে তাকে আর ডেথ ওভারে বল হাতে দেননি রোহিত। কিন্তু নতুন বল হাতে পাওয়ার প্লে তে দুটি ওভার বোলিং করে বিপদজনক ঋদ্ধিমান সাহার উইকেটটি পেয়েছিলেন অর্জুন। তবে কাল তার একটি এমন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ঘেন্না পাবেনা আপনিও।
ওই ভিডিওটা দেখা যায় নিজের নাক খুঁটে ময়লা বার করে সেই আঙ্গুলটি মুখে ঢুকিয়ে দেন সচিনপুত্র। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার সমালোচনা করছেন অনেকেই। অনেকেই আশ্চর্য হয়ে বলেছেন যে একজন ক্রিকেটের যখন আইপিএলের মত বড় মঞ্চে মাঠে নামছেন তখন তার মাথায় রাখা উচিত যে প্রতিটি মুহূর্তের চিত্র কোনও না কোনও ক্যামেরায় রেকর্ড হচ্ছে।
#ArjunTendulkar #MIvsGT pic.twitter.com/f6Izp6pg6u
— Kannada Mediumm (@kannada_mediumm) April 26, 2023
গতকাল অর্জুন টেন্ডুলকার মাত্র ২ ওভার বোলিং করে ৯ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং বিভ্রাটের শিকার হওয়ায় তাকে ব্যাটিং করতেও নামতে হয়েছিল এবং ৮ বলে ১৩ রানের একটি ইনিংস খেলেন তিনি। বলাই বাহুল্য ক্রিকেটের দুই বিভাগেই তার উন্নতির অনেক জায়গা রয়েছে এখনও।