বাংলাহান্ট ডেস্ক: ট্রেলারের পরে এবার কোপ ‘সড়ক ২’ (sadak 2) এর গানে (song)। সদ্য মুক্তি পাওয়া আলিয়া ভাটের এই ছবির দুটি গানেই পড়েছে রেকর্ড সংখ্যক ডিসলাইক (dislike)। নেটিজেনের ক্ষোভে ছবিও মুক্তি পাওয়ার পর চূড়ান্ত ফ্লপ হবে, এমনটাই মত ফিল্ম সমালোচকদের।
চার দিন আগে মুক্তি পেয়েছে সড়ক ২ এর প্রথম গান ‘তুম সে হি’। গানটিতে এখনও পর্যন্ত লাইক পড়েছে ২ লক্ষ ৫০ হাজার। সেখানে ডিসলাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষ। অপরদিকে বুধবার প্রকাশ্যে এসেছে ছবির আরও একটি গান ‘ইশক কামাল’। মাত্র ৬ ঘন্টায় ডিসলাইক পড়েছে ৪৩ হাজার। অপরদিকে লাইক মাত্র ২১ হাজার।
ট্রেলার ও পরপর দুটি গানের এই দুরবস্থা দেখে ফিল্ম সমালোচকদের মত, ছবিটি মুক্তি পেলে হিট হওয়া তো দূর উলটে মুখ থুবড়ে পড়বে। এমনকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও নেটিজেনের রোষের হাত থেকে বাঁচতে পারবে না সড়ক ২।
প্রসঙ্গত, এই মুহূর্তে ইউটিউবে সর্বাধিক ডিসলাইক পাওয়া ভিডিওর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সড়ক ২ ট্রেলার। প্রথম স্থানে রয়েছে ইউটিউব রিওয়াইন্ড ২০১৮: এভরিওয়ান কন্ট্রোলস রিওয়াইন্ড। সড়ক ২ এর আগে দু নম্বরে ছিল গায়ক জাস্টিন বিবারের ‘বেবি’। সেই ভিডিও নেমে এসেছে তৃতীয় স্থানে। তবে ডিসলাইকের শতাংশের নিরিখে ইতিমধ্যেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে সড়ক ২। এই ভিডিওতে ডিসলাইক পড়েছে ৯৪.৭৪ শতাংশ।
১২ অগাস্ট সড়ক ২ ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ওঠে আলিয়া ও মহেশ ভাটের ছবি বয়কটের ডাক। সেই সঙ্গে শুরু হয় ট্রেলার ডিসলাইক করার পালা। এখনও পর্যন্ত ট্রেলারে লাইকের সংখ্যা ৫ লক্ষ ৮২ হাজার ও ডিসলাইক পড়েছে ১ কোটিরও বেশি। সোশ্যাল মিডিয়ায় চলছে #BoycottBollywoodFilms।