করনের সাহায‍্যেই বলিউডে পা রাখছেন বড় ছেলে ইব্রাহিম, গুঞ্জনে শিলমোহর দিলেন সইফ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে নামজাদা তিন খান ছাড়াও রয়েছেন আরো এক খান, অভিনয় এবং বিতর্ক সৃষ্টিতে যাঁর অবদান নেহাত কম নয়। তিনি সইফ আলি খান (saif ali khan)। পতৌদির নবাব পুত্র। মা শর্মিলা ঠাকুরের মতো তিনিও এসেছিলেন ফিল্মি লাইনে। আবার দুই স্ত্রী, এক মেয়েও অভিনয় জগতের। ছোট দুই ছেলের বয়স অবশ‍্য অনেক কম, তাই বড় ছেলে ইব্রাহিমের (ibrahim ali khan) কেরিয়ার পছন্দ নিয়েই আগ্রহ ছিল আমজনতার। অবশেষে গুঞ্জনের অবসান করে সইফ জানালেন, বলিউডেই ডেবিউ করে ফেলেছেন ছেলে ইব্রাহিম আলি খান।

তবে অভিনেতা হিসেবে নয়। আপাতত ক‍্যামেরার পেছনে কাজ শিখছেন তিনি। পরিচালক প্রযোজক করন জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তে সহ পরিচালক ইব্রাহিম। বাবা সইফের সঙ্গে নাকি নিজের কাজ নিয়ে আলোচনা করেন ইব্রাহিম। এছাড়া নিজের ভবিষ‍্যতের স্বপ্ন নিয়েও তাঁর খোলাখুলি ভাবে বাবার সঙ্গে কথা বলেন তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে চার ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে বলতে গিয়ে এই তথ‍্য শেয়ার করেন সইফ। ইব্রাহিম ও সারা অভিনেতার প্রথম পক্ষের ছেলে মেয়ে। অমৃতা সিংয়ের সঙ্গে প্রথম বার বিয়ে হয়েছিল সইফের। তাঁদের প্রথম সন্তান সারা আলি খান। ইতিমধ‍্যেই বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। বড় মেয়ে হিসেবে সারার সঙ্গে তাঁর সম্পর্কটা একটু অন‍্যরকম বলে জানান সইফ।

অভিনেতা মজা করে বলেন, “আমার চার ছেলে মেয়েই চার রকম। তৈমুর আমার মতো হতে চায় তাই আমাকে পথপ্রদর্শক হিসেবেই দেখে এখন। আর জেহ তো শুধু হাসে আর শিশুরা যেমন কাণ্ড ঘটায় তেমনি করে। ও অনেকটা আমার মতোই। সারার কথায়, আমার প্রত‍্যেক বয়সের সঙ্গে একজন করে সন্তান রয়েছে। ২০ থেকে ৫০, সেই হিসেবে আমিও অন‍্য রকম।”


এর আগেই অবশ‍্য কানাঘুঁষো শোনা গিয়েছিল করনের ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ শুরু করছেন ইব্রাহিম। তবে এতদিন সেটা গুঞ্জনের পর্যায়ে ছিল। আজ তাতে শিলমোহর দিলেন খোদ তারকা সন্তানের বাবা।

দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন করন। এতদিন স্রেফ তাঁর ধর্মা প্রোডাকশন ছবির প্রযোজনা করে এসেছে। এবার তিনি পরিচালিত করবেন রণবীর সিং আলিয়া ভাট জুটিকে। শুরু হয়ে গিয়েছে ছবির প্রথম অংশের শুটিং। নিজে শুটিং শুরুর ভিডিও শেয়ার করেছেন করন। এই ছবিতেই তাঁর সঙ্গে সহ প‍রিচালনা করবেন ইব্রাহিম। ভবিষ‍্যতে কোনোদিন হয়তো তাঁকে অভিনেতা হিসেবে পর্দায় দেখা যাবে।

সম্পর্কিত খবর

X