বাংলায় এবার ‘লাপতা লেডিস’! নতুন অবতারে বিরাট চমক অভিষেক-কন্যা সাইনার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে জল্পনায় শিলমোহর দিয়ে প্রোমো এল প্রকাশ্যে। নতুন অবতারে সিরিয়ালে (Serial) ফিরলেন অভিষেক চট্টোপাধ্যায় কন্যা সাইনা চট্টোপাধ্যায়। শুরুটা করেছিলেন স্টার জলসার মেগায় পার্শ্বচরিত্র দিয়ে। যদিও কিছুদিন পরেই সেই চরিত্রও বিদায় নেয় ধারাবাহিক থেকে। সেখান থেকে এবার সটান মুখ্য চরিত্রে পা রাখলেন সাইনা।

নতুন সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন সাইনা

নতুন সিরিয়ালের (Serial) সঙ্গে সঙ্গে চ্যানেলও বদলে ফেলেছেন সাইনা। স্টার জলসা থেকে পা রেখেছেন জি বাংলায়। সদ্য প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রোমো। ধারাবাহিকের (Serial) নাম ‘কনে দেখা আলো’। প্রথম ঝলকে কনের সাজেই দেখা মিলেছে সাইনার। গ্রামের মেয়ে বিয়ের পর বাসে চেপে পাড়ি দেয় শ্বশুরবাড়ি উদ্দেশে।

Saina chatterjee to be seen in new serial

কী দেখা গেল প্রোমোতে: এদিকে সমান্তরালে চলছে আরও এক গল্প। সেখানে নন্দিনী দত্তকেও দেখা গিয়েছে কনে রূপে। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। ভাগ্যের অদ্ভূত পরিহাসে দুজনেই মাঝ রাস্তায় পড়ে বিপদে। ডাকাতের কবলে পড়ে দুই নববিবাহিত জুটি। কোন ইঙ্গিত দিচ্ছেন ঈশ্বর?

আরও পড়ুন : “জাতীয় সঙ্গীত রচিত ২০১১ সালে, ‘কারার ওই লৌহকপাট’ কবিগুরুর লেখা”, নতুন করে ইতিহাস শেখালেন TMC নেতা

কী বলছেন দর্শকরা: প্রথম প্রোমো দেখে অনেকেরই মনে পড়ে যেতে পারে ‘লাপতা লেডিস’ ছবির কথা। অনেকে মন্তব্য করেছেন, বলিউড ছবিটির অনুকরণেই কি আসছে এই ধারাবাহিক (Serial)? একজন লিখেছেন, নৌকাডুবি আর লাপতা লেডিস এর মিশ্রণ। আবার কারোর কারোর মতে, অভিনেতা অভিনেত্রীদের নাকি মানায়নি।

আরও পড়ুন : আপন মনে করে বাড়িতে নিয়ে আসেন ট্রেনের এই জিনিসগুলি! ধরা পড়লে কী কেলেঙ্কারি হতে পারে জানেন?

প্রসঙ্গত, নতুন সিরিয়ালে পা রাখার আগে বাবা অভিষেকের ছবি শেয়ার করে সাইনা লেখেন, ‘সেই লীনা আন্টির স্ক্রিপ্ট। আর এখন তোমার আশীর্বাদে আমি এগিয়ে চললাম’। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘তোমাদের দাদামণি’। নতুন সিরিয়ালটি কার জায়গা নেয় সেটাই দেখার অপেক্ষা।