মাসিক বেতন ৩৫ হাজার টাকা, লাইব্রেরিয়ান পদে বিপুল সংখ্যক নিয়োগ! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার এল বিরাট সুখবর! ইতিমধ্যেই বিপুল সংখ্যায় লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের স্থায়ী বাসিন্দা হলেই পুরুষ এবং মহিলা উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। বর্তমান প্রতিবেদনে ইচ্ছুক প্রার্থীদের জন্য এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, লাইব্রেরিয়ান পদেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৪৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে ইচ্ছুক তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। যদিও, উচ্চ যোগ্যতা ও সংশ্লিষ্ট পদ সম্পর্কীয় কিছু বিশেষ যোগ্যতা থাকলে সেক্ষেত্রে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিতদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ের সুবিধা থাকবে।

মাসিক বেতন: যে সমস্ত যোগ্য প্রার্থী এই পদে চাকরি পাবেন তাঁদের মাসিক বেতন দেওয়া হবে ৩৪,৮০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া: লাইব্রেরিয়ান পদে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশনের পর রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে প্রার্থীদের। তারপর প্রয়োজনীয় বিস্তারিত তথ্য নির্ভুল ভাবে দিয়ে সাবমিট করতে হবে। সবশেষে এই ফর্মের একটি প্রিন্ট আউট বের করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের কাছে রাখতে হবে সেগুলি হল: বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য, সই, পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন, ২০২২ পর্যন্ত এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, যেসমস্ত ইচ্ছুক প্রার্থী এই পদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাঁরা নিম্নলিখিত লিঙ্কগুলি ক্লিক করে অবশ্যই পুরোটা জেনে নিতে পারেন।

JOB 4

অফিসিয়াল নোটিশ:
https://recruitment.rajasthan.gov.in/
আবেদনের লিঙ্ক:
https://sso.rajasthan.gov.in/signin?encq=6JkTF7D/fPuyiLpqlTuv+tsssIL22cKEce/qYZMZKsM=


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর