২০২৬, চাকরিজীবীদের বেতন নিয়ে বড়সড় সুখবর! রিপোর্ট সামনে আসতেই উৎফুল্ল সকলে

Published on:

Published on:

salary hike

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সম্প্রতি ফের এক দফায় ডিএ বেড়েছে তাদের। এরই মধ্যে ছাঁটায়ের বাজারে প্রাইভেট কোম্পানির (Private Sector Employees) কর্মীদের জন্যও সুখবর আসতে চলেছে। এবার ভাল বেতন বৃদ্ধি (Salary Hike) আশা করতে পারেন দেশের প্রাইভেট সংস্থার কর্মীরা। তেমনই চমকপ্রদ রিপোর্ট সামনে আসছে। কি বলা হচ্ছে? জেনে নিন।

বেতন বৃদ্ধি নিয়ে কি বলছে রিপোর্ট? Salary Hike

সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালে ৯ শতাংশ বেতন বাড়াতে পারে ভারতের সংস্থাগুলি। বিশ্বব্যাপী পেশাদার পরিষেবা সংস্থা এঅন স্যালারি ইনক্রিজ এবং টার্নওভার সার্ভে ২০২৫-২৬-এর একটি সমীক্ষা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ৯ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে চাকরিজীবীদের। উল্লেখ্য, গত বছর বেতন বৃদ্ধির হার ছিল ৮.৯ শতাংশ।

যদিও সেই রিপোর্টে এও বলা হয়েছে, পেশাগত ভিত্তিতে এই পরিসংখ্যান ভিন্ন হতে পারে। নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি (এনবিএফসি) সেক্টরের কর্মীদের ১০ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে। উল্লেখ্য, ২০২৫ এ ৯.৮ শতাংশ বেতন বেড়েছিল তাদের। এদিকে রিটেল সংস্থার কর্মীরা ৯.৬ শতাংশ বেতন বাড়তে পারে আগামী অর্থবর্ষে।

ওই রিপোর্ট বলছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং পেপার প্যাকেজিং অথবা ম্যানুফ্যাকচারিংয়ের কর্মীদের ক্ষেত্রে চলতি বছরের ৮.৫ শতাংশ থেকে ৮.৮ শতাংশ বেতন বাড়তে পারে। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারে কর্মরতদের ক্ষেত্রে ৯.৫ শতাংশ বেতন বৃদ্ধির আশা রয়েছে। সর্বোচ্চ বেতন বাড়তে পারে অটোমোটিভ কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কর্মরতদের।

salary hike
salary hike

অটোমোটিভ, যানবাহন উৎপাদনকারী এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কর্মীদের বেতন সবচেয়ে বেশি প্রায় ৯.৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে আগামী বছর। টেকনোলজি, কনসাল্টিং সার্ভিস সেক্টরে ২০২৫ সালে ৭ শতাংশ থেকে ২০২৬-এ সেই হতে পারে ৬.৮ শতাংশ। টেকনোলজি প্ল্যাটফর্ম এবং প্রোডাক্ট সংস্থাগুলির ক্ষেত্রে ৯.৪ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে।

salary hike

আরও পড়ুন: পুজো শেষ! সুপ্রিম কোর্টে DA মামলার রায়দান কবে? কি আপডেট মিলছে

এদিকে ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে এবারের ৮.৫ শতাংশ পরিসংখ্যান থেকে বেড়ে হতে পারে ৮.৬ শতাংশ। লাইফ ইনস্যুরেন্স সংস্থায় ৯.৫ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা। রিপোর্ট বলছে দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে ভারতে হঠাৎ বেতন বৃদ্ধির এই পরিসংখ্যান। সেক্টর অনুযায়ী মাইনে বাড়ার নজির দেখা যেতে পারে আগামী অর্থবর্ষে। এই রিপোর্ট সামনে আসতে স্বাভাবিকভাবেই খুশি চাকরিজীবীরা।