বাগানবাড়িতে একান্তে লকডাউন কাটাচ্ছেন সলমন-ইউলিয়া! জল্পনা তুঙ্গে নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: বয়সের কোঠা আগেই পঞ্চাশ পেরিয়ে গিয়েছে সলমন খানের । কিন্তু বিয়ে নিয়ে কোনও উচ্চবাচ্যই করতে শোনা যায়নি তাঁকে। তিনি বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম।

salman khan 1584090953
এখন মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। এমনকি এই লডাউনের পরিস্থিতিতেও দুজনে একসঙ্গে রয়েছেন বলে খবর সংবাদমাধ‍্যম সূত্রে। আগেই জানা গিয়েছিল মুম্বইয়ের পানভেলের বাগান বাড়িতে পরিবারকে নিয়ে গৃহবন্দি রয়েছেন অভিনেতা। ইউলিয়াও নাকি সেখানেই রয়েছেন বলে খবর।

https://www.instagram.com/tv/B95Pg0-lI6d/?igshid=iy9bz0gzy4di

লকডাউন ঘোষনা হওয়ার কিছুদিন আগেই একটি ছবির বিষয়ে কথা বলতে ফার্মহাউসে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পরিচালক অভিরাজ মিনাওয়ালা। ছবিতে সলমনের বোন আয়ুষ শর্মার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। সেই কারণে অর্পিতা ও আয়ুষও গিয়েছিলেন সলমনের সঙ্গে। আর এক বোন আলভিরা ও তাঁর স্বামী অতুলকেও ডেকে নিয়েছিলেন অভিনেতা। সেই সঙ্গে সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার জন‍্য ওই ফার্ম হাউসেই গিয়েছিলেন।

https://www.instagram.com/p/B_HARDPnp8C/?igshid=5niyteukne4q

অপরদিকে ‘গেন্দা ফুল’ এর বিষয়ে আলোচনা করতে জ‍্যাকলিন ফার্নান্ডেজও পৌঁছান সলমনের বাগান বাড়িতে। তার মধ‍্যেই লকডাউন হওয়ায় সেখানেই আটকে পড়েন সবাই। তবে ইউলিয়া সেখানে কিকরে পৌঁছালেন তা জানা যায়নি। এমনকি তিনি সেখানে রয়েছেন কিনা তা নিয়েও স্পষ্ট করে কিছুই বলেননি খান পরিবার।

https://www.instagram.com/p/B-mi5N6FD46/?igshid=trxx6xrcdj9k

https://www.instagram.com/p/B-1T09bFKAo/?igshid=1sb55nch5q2ce

কিন্তু ইউলিয়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে উঁকি দিলেই বোঝা যাবে সলমনের ফার্ম হাউসের পরিবেশের সঙ্গে ইউলিয়ার ছবির প্রচুর মিল। প্রসঙ্গত, বেশ কিছু সময় ধরেই সলমনের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে ইউলিয়াকে। কিন্তু বিয়ে কবে করছেন সেই বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর