সত‍্যিই স্বামী তো নাকি ভাড়া করে এনেছেন? রিতেশকে নিয়ে রাখিকে প্রশ্ন সলমনের

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বড় রহস‍্যের অবসান ঘটিয়েছেন রাখি সাওয়ান্ত (rakhi sawant)। নিজের স্বামী রিতেশকে প্রকাশ‍্যে এনেছেন তিনি। বিগ বস ১৫ র ঘরে ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে প্রবেশ করেছেন রাখি। আর তাঁর সঙ্গে এই প্রথম বার সর্বসমক্ষে এসেছেন রিতেশ। ব‍্যাপারটা এতটাই অভাবনীয় যে হজম করতে সবারই একটু সময় লাগছে। বিশেষ করে সঞ্চালক সলমন খান (salman khan) একেবারেই ঘটনাটা বিশ্বাস করে উঠতে পারছেন না।

শোয়ের মধ‍্যেই রাখিকে উদ্দেশ‍্য করে সলমন প্রশ্ন করেন, আদৌ সত‍্যি কথা বলছেন তো তিনি? ইনিই কি তাঁর সত‍্যিকারের স্বামী রিতেশ তো? নাকি কাউকে ভাড়া করে নিয়ে এসেছেন রাখি? সলমনের কটাক্ষের রাখি কোনো জবাব না দিলেও রিতেশ বলে ওঠেন, তাঁর স্ত্রী কখনো মিথ‍্যে বলেন না। তিনি সর্বসমক্ষে রাখিকে গ্রহণ করতে পারেননি, এটা তাঁর নিজের দোষ। পেশাগত কিছু সমস‍্যার কারণেই এতদিন সামনে আসেননি বলে জানান রিতেশ।

IMG 20211127 185000
লেহেঙ্গা চোলিতে সেজে ‘মেরে পিয়া ঘ‍র আয়া’ গানে নেচে স্বামীকে বরণ করে ঘরে ঢোকান রাখি। রিতেশ বিগ বসের ঘরে প্রবেশ করতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। পালটা স্ত্রীকে জড়িয়ে ধরে তাঁর গালে আদরের চুম্বন এঁকে দেন রিতেশ। ‘জিজা জি’ কে প্রথম বার দেখে বাকি প্রতিযোগীরা উল্লাসে ফেটে পড়েন।

করন কুন্দ্রা, উমর রিয়াজের মতো প্রতিযোগীরা রিতেশকে ঘিরে ধরেন তাঁদের প্রেম কাহিনি জানার জন‍্য। এনআরআই ব‍্যবসায়ী জানান, তাঁদের হোয়াটসঅ্যাপে প্রথম সাক্ষাৎ হয়েছিল। আসলে রিতেশের একটি ইভেন্টের সময়েই তাঁর সহযোগী রাখির ফোন নম্বর দেন তাঁকে। সে সময়ে জীবনে টানাপোড়েনের মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। কোনো অচেনা ব‍্যক্তির সঙ্গে কথা বলতে চাইছিলেন রিতেশ।

https://www.instagram.com/tv/CWuoCgyKmyG/?utm_medium=copy_link

কিন্তু রাখিকে ‘হাই’ বলতেই তাঁকে ব্লক করে দেন তিনি। তবে কিছুদিন পর অন‍্য একটি নম্বর থেকে রাখিকে মেসেজ করতেই উত্তর দেন তিনি। রাখি বলেন, “সেই সময়ে আমি অবসাদে ভুগছিলাম। আমার প্রেমিক ডন ছিল। নিজের জীবনের ঝুঁকির জন‍্য চিন্তায় পড়েছিলাম আমি। তাই ওর থেকে সাহায‍্য চাইছিলাম আমি। বিয়ে করতে চাইছিলাম।” অন‍্য প্রতিযোগীরা পরামর্শ দেন, বিগ বসের ঘরেই দুজনে ফুলশয‍্যাটা সেরে ফেলুক।

Niranjana Nag

সম্পর্কিত খবর