সৌরভের মতো সম্মানীয় ব্যক্তিত্ব এমন কাজ কিভাবে করলেন! বিস্ময় প্রকাশ পাক ক্রিকেটারের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একজন ক্রিকেটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রতি সম্মানটা শুধুমাত্র ভারতীয়দের মধ্যে সীমাবদ্ধ নয়। গোটা বিশ্বের প্রত্যেকটি ক্রিকেট খেলিয়ে দেশে তাকে এবং ক্রিকেট সংক্রান্ত তার মতামতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এমনকি ক্রিকেটের ময়দানে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও থেকে শুরু করে অনেক ক্রিকেট খেলোয়ার সৌরভের মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে সৌরভ এমন একটি মন্তব্য করেছেন যার সঙ্গে ভারতের অনেকেই একমত হতে পারেননি। সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন। তারপর তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একজন ধারাভাষ্যকারের কাজও করেছেন।

ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করেছিল। অজিঙ্কা রাহানে ব্যাট হাতে রুখে না দাঁড়ালে ভারতীয় দলকে আরও বড় লজ্জার মুখোমুখি হতে হতো। এই হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে বড় রকমের প্রশ্ন উঠে গিয়েছে অনেকের মনে। এই প্রসঙ্গেই সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে আইপিএলের সফল হলেও রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দুটি টুর্নামেন্টে পরপর ব্যর্থ হলেন কিভাবে।

এই প্রসঙ্গে সৌরভ কথা বলতে গিয়ে একটি এমন মন্তব্য করেছেন যার সাথে একমত হতে পারছেন না কেউই। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তিনি মনে করেন আইপিএল জেতার কোনো আইসিসি টুর্নামেন্টের জয়ের চেয়ে অনেক বেশি কঠিন। আর সেই জন্যই অধিনায়ক হিসেবে রোহিত শর্মার কৃতিত্বকে তিনি অস্বীকার করতে চান না.

তার এই কথা শুনে পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাট নিজের বিস্ময় প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। সৌরভের কাছ থেকে এমন মন্তব্য শুনতে হবে তিনি আশা করেননি। তিনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন যে আন্তর্জাতিক আইসিসি টুর্নামেন্টগুলির সঙ্গে আইপিএলের কোনও তুলনাই চলে না।

 

সম্পর্কিত খবর

X