বাংলাহান্ট ডেস্ক: বড়দিনের আগেই বড় ঘোষনা করলেন সলমন খান (salman khan)। আসছে ‘বজরঙ্গি ভাইজান’ (bajrangi bhaijan) এর সিক্যুয়েল ছবি। ‘আর আর আর’ ছবির প্রাক মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে এই ঘোষনা সারেন তিনি। সঙ্গে এও জানান, বজরঙ্গি ভাইজান সিক্যুয়েলের চিত্রনাট্য লিখবেন ‘বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।
জানিয়ে রাখি, ‘আর আর আর’ ছবির পরিচালনাও করেছেন রাজামৌলি। দক্ষিণের একগুচ্ছ তারকার সঙ্গে বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণকেও দেখা যাবে এই ছবিতে। এদিন অনুষ্ঠানে আলিয়া ও রাজামৌলি ছাড়াও উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর এবং করন জোহর। ছবির টিমকে উৎসাহ দিতে পৌঁছেছিলেন সলমন।
ওই অনুষ্ঠানেই ভাইজান বলেন, রাজামৌলির বাবা তাঁকে তাঁর কেরিয়ারের সেরা ছবিটি উপহার দিয়েছেন। বজরঙ্গি ভাইজানের চিত্রনাট্যও লিখেছিলেন বিজয়েন্দ্রপ্রসাদ। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর খান। সলমন ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ৯০ কোটি টাকা বাজেটের ছবিটি সারা বিশ্বে প্রায় ৯২২ কোটি টাকা কামিয়েছিল।
ছবিতে ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। ছোটবেলায় এক দুর্ঘটনায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে পাকিস্তানের মুন্নি। মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায় সে। ছোট্ট মুন্নিকে খুঁজে পায় বজরঙ্গি ওরফে সলমন। তখন থেকে শুরু হয় মুন্নিকে বাড়ি ফেরানোর লড়াই।
ভারত থেকে পাক মুলুকে যাওয়ার সংগ্রাম আর তারপর মুন্নির বাবা মাকে খোঁজার গল্পই উঠে এসেছিল ছবিতে। সলমনের পাশাপাশি ছোট্ট হর্ষালির অভিনয়ও চোখে জল এনে দিয়েছিল দর্শকদের। তুমুল হিট হয়েছিল ছবিটি। সিক্যুয়েলের জন্যও স্বাভাবিক ভাবে দর্শকদের প্রত্যাশা রয়েছে তুঙ্গে।