আবারও সলমনের বিরুদ্ধে দায়ের হল মামলা, জেনে নিন কারন

 

বাংলা হান্ট ডেস্ক: ফের মামলা দায়ের হল সলমন খান এর বিরুদ্ধে৷ মুম্বইয়ের এক টিভি সাংবাদিককে মারধর করার অভিযোগে আদালতে দায়ের হল মামলা।

 

ঘটনাটি ঘটেছে ২৪ এপ্রিল ৷ জানা গিয়েছে, সলমনের সাইকেল চালানোর ছবিতে ক্যামেরা বন্দি করেন সাংবাদিক ৷ সেটি জানতে পেরেই নাকি নিজের দেহরক্ষীদের সঙ্গে নিয়ে সলমন চড়াও হয় সাংবাদিকের ওপর ৷ এমনকী, ফোন কেড়ে নেওয়ারও নাকি চেষ্টা করেন সলমন ৷ সাংবাদিককে মারধরও করেন বলে অভিযোগ রয়েছে ৷

eae44 img 20190626 wa0013

এই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে সলমনের নামে ৷ এমনকী, সাংবাদিকের অভিযোগ, সাল্লু ভাই নাকি ছিনতাই ও করেন!

এই মামলায় আবার কতদিনের জন্য বিপাকে পড়তে হয় সাল্লু ভাইকে তা দেখা সময়ের অপেক্ষা

সম্পর্কিত খবর