বাংলাহান্ট ডেস্ক: আইনি জটিলতা থেকে সহজে রেহাই পান না সলমন খান (Salman Khan)। একটি মামলার নিস্পত্তি হতে না হতে আরেকটি মামলায় ফাঁসেন অভিনেতা। এবার এক সাংবাদিককে মারধোর করার অভিযোগে আদালতের সমন পাঠানো হয়েছে সলমনকে। আগামী মাসেই স্বশরীরে আদালতে হাজিরা দিতে হবে সল্লুকে।
ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, এই ঘটনা ২০১৯ সালের। সেবারে এপ্রিল মাসে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সলমন। অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক সে দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। বিষয়টা নজর এড়ায়নি অভিনেতার। রীতিমতো বিরক্ত হন তিনি।
না জিজ্ঞাসা করে সলমনের ছবি, ভিডিও তোলা হচ্ছে কেন? প্রশ্ন করে অভিনেতার নিরাপত্তারক্ষীরা। ওই সাংবাদিকের ফোন তো কেড়ে নেওয়া হয়ই। উপরন্তু সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁর গায়ে হাতও তোলেন। অভিযোগ, পরে সলমন নিজেও মারধোর করেন ওই সাংবাদিককে।
অশোক পাণ্ডে জানান, তিনি পুলিসে অভিযোগ জানানোর ভয় দেখালে মোবাইল ফোন ফেরত দেওয়া হয় তাঁকে। কিন্তু তিনি পুলিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেখানেও ভোগান্তির শিকার হতে হয় বলে দাবি করেন সাংবাদিক। সলমনের বিরুদ্ধে নাকি অভিযোগ নেওয়া হয়নি স্থানীয় থানায়।
পরে অবশ্য আদালতের নির্দেশে দায়ের করা হয় মামলা। এতদিন করোনির জন্য শুনানি পিছিয়ে ছিল। এবার ফের শুরু হয়েছে শুনানি। আগামী ৫ এপ্রিল এই মামলায় সলমনকে হাজিরার নির্দেশ দিয়েছে অন্ধেরির মেট্রোপলিটন আদালত। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলার কাঁটাও কিন্তু এখনো বিঁধে রয়েছে সলমনের। সেই মামলায় সলমনের পিটিশন ট্রান্সফারের অনুমতি দিয়েছে রাজস্থান হাই কোর্ট।
উপর্যুপরি মামলার খাঁড়া ঝুলছে। তবুও ভাইজান বিন্দাস। একগুচ্ছ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। আগামীতে ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে সলমনকে। তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘কিক ২’ এবং পূজা হেগড়ের সঙ্গে ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতেও অভিনয় করছেন সলমন। পাশাপাশি তেলুগু সুপারস্টার চিরঞ্জিবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতেও দেখা যাবে সলমনকে।