অধরা সলমন! সুশান্তের মৃত‍্যু তদন্তে জেরা করা হবে না সলমনকে, সাফ জানাল মুম্বই পুলিস

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ।
অপরদিকে সোশ‍্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত‍্যুতে সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব‍্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন।
পরিচালক করন জোহর, সলমন খান (salman khan) সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। বিহারের রাস্তায় করন জোহর ও সলমন খানের কুশপুতুল পোড়াতে দেখা গিয়েছে উন্মত্ত জনতাকে। এই বলিউড হেভিওয়েটদের ছবি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিহারবাসী।
সুশান্তের মৃত‍্যুর পর থেকে সলমনের ওপর একাধিক অভিযোগের আঙুল উঠলেও এবার তাঁরই নাম তদন্ত থেকে বাদ দিল মুম্বই পুলিস। ইতিমধ‍্যেই পুলিসি জেরার সম্মুখীন হয়েছেন বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েট তারকা। সলমনকেও জেরার জন‍্য ডাকা হবে কিনা সেই নিয়ে চলছিল জল্পনা। এবার মুম্বই পুলিস সাফ জানিয়ে দিল জেরার জন‍্য সলমনকে ডাকা হবে না।

images 93
গত এক মাসে একের পর এক অভিযোগ উঠেছে বলিউডের ভাইজানের বিরুদ্ধে। বলিউডে নতুন প্রতিভাদের কেরিয়ার নষ্ট করার পেছনে মূল হাত রয়েছে সলমন খান পরিবারের। এমনই বিষ্ফোরক মন্তব‍্য করেন পরিচালক অনুরাগ কাশ‍্যপের দাদা অভিনব কাশ‍্যপ। সলমন ও তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল তাঁর কেরিয়ার শেষ করতে উঠে পড়ে লাগেন। এমনকি তাঁকে খুন ও পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও তাঁরা দেন বলে অভিযোগ করেন অভিনব।
এরপর সলমনের বিরুদ্ধে আরও এক বিষ্ফোরক অভিযোগ আনেন প্রয়াত অভিনেত্রী জিয়ার মা রাবিয়া খান। ২০১৩ সালে মৃত‍্যু হয় জিয়া খানের। রাবিয়া জানান, ২০১৫ তে তাঁকে লন্ডন থেকে ফের ডেকে আনা হয়। তিনি দাবি করেন, জিয়ার মৃত‍্যুর তদন্তকারী এক সিবিআই অফিসার তাঁকে জানান সলমন ফোন করে তাঁকে প্রতিদিন বলছেন সুরজ পাঞ্চোলিকে জেরা না করতে। সুরজের পেছনে তাঁর অনেক টাকার বিনিয়োগ আছে। সুরজের কিছু হলে সলমনের টাকা নষ্ট হবে।

salman sushant 1592445730
এর আগে জানা গিয়েছিল বিহারে সলমন করন সহ বছশ কয়েকজন নামজাদা তারকার বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হয়ে গিয়েছে। এবার পুলিসি জেরা থেকেও সম্পূর্ণ মুক্তি পেয়ে গেলেন ভাইজান। অভিযোগের আঙুল উঠলেও শেষ পর্যন্ত রেহাই পেয়েই গেলেন সলমন।


Niranjana Nag

সম্পর্কিত খবর