বাংলাহান্ট ডেস্ক: কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে অবশেষে মুখ খুললেন সলমন খান (salman khan)। প্রথম থেকেই এই ইস্যুতে অন্য দুই খানের মতো মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। কিন্তু বেশিক্ষণ মৌনব্রত ধরে রাখতে পারলেন না ভাইজান। পাপারাৎজির প্রশ্নে কৃষক আন্দোলন নিয়ে নিজের মতামত জানাতে বাধ্য হলেন তিনি।
কৃষক আন্দোলনের বিষয়ে সলমন বলেন, ‘কৃষকদের জন্য যেটা সুবিধাজনক সেটাই করা হোক’। ভারতের এই জ্বলন্ত ইস্যু নিয়ে মন্তব্য করলেও কৃষকদের পক্ষে বা বিপক্ষে কোনো রকম কোনো মন্তব্যই করেননি সলমন। বরং এখন যখন এই ইস্যুতে গোটা বলিউডই দু ভাগে বিভক্ত হওয়ার জোগার হয়েছে তখন বেশ বুঝে শুনেই উত্তর দিতে দেখা গেল সলমনকে।
কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হতেই একের পর এক বলিউড তথা ক্রিকেট তারকা মুখ খুলতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারের হয়ে। ‘ভারত বিরোধী প্রোপাগান্ডা’য় দেশবাসীকে কান না দিয়ে সকলকে একজোট হয়ে সমাধান খোঁজার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা।
তবে ব্যতিক্রমও আছে। কৃষক আন্দোলনের সপক্ষে সরব হতে দেখা গিয়েছে রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, তাপসী পান্নুকে। রিহানা, গ্রেটা থুনবার্গের সুরে সুর মিলিয়েছেন তাঁরা। সেই তালিকায় যোগ দিয়েছেন সোনাক্ষী সিনহাও। কৃষক আন্দোলনের সপক্ষে মুখ খুললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ ও মিডিয়ার প্রোপাগান্ডায় আন্দোলনকারীরা নিন্দিত হচ্ছে। ঘৃণা ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে (দেশ কে গদ্দারোকো গোলি মারো সর্দারোকো)। এই ইস্যুটাই আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলেছে।’
তিনি আরো লেখেন, ‘খবরে এখন প্রচার করা হবে বাইরের শক্তিরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে। তাতে বিশ্বাস করবেন না। এটা শুধু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো।’ সোনাক্ষীর এই মন্তব্যে টুইটারে প্রশংসাও পান তিনি। অনেকেই সমর্থন করে তাঁকে।
অপরদিকে ভারতে কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন মার্কিন গায়িকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারা। ভারত সরকারের সমালোচনা করে কৃষক আন্দোলনকে সমর্থনই করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে মুখ খোলেন অক্ষয় করণরা।