এসে গেল মৃত্যুর পরোয়ানা, এই দিনই মরবেন সলমন খান! ফের এল হুমকি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগামী ইদে নতুন ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সলমন খান (Salman Khan)। ‘কিসি কি ভাই কিসি কা জান’ ছবির হাত ধরে কামব্যাক করছেন তিনি। কিন্তু পরিস্থিতি মোটেই তাঁর অনুকূলে নেই। লাগাতার খুনের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর পেছনে ছিনে জোঁকের মতো লেগে রয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার। এর মধ্যেই আবারো হুমকি এল সলমনের নামে। জানিয়ে দেওয়া হল তাঁর মৃত্যুর দিনক্ষণ।

সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে আসে একটি হুমকি ফোন। রাজস্থানের যোধপুর থেকে ফোনটি করা হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে। নিজেকে ‘গোশালা রক্ষক রকি ভাই’ এর পরিচয় দিয়ে ফোনে এক ব্যক্তি হুমকি দেন, আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে। একথা অভিনেতাকে জানিয়ে দেওয়ার জন্যও বলা হয় ফোনে।

salman kolkata

সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তবে রাজস্থান পর্যন্ত যেতে হয়নি। সাম্প্রতিকতম খবর বলছে, থানের শাহাপুর থেকে এক বছর ১৬-র কিশোরকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই কিশোর আসলে রাজস্থানের বাসিন্দা। পুলিশের তরফে বলা হয়েছে, যিনি হুমকি দিয়ে ফোন করেছিলেন তিনি একজন নাবালক। তাই এই ফোনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

তবুও সলমনের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। অভিনেতা এমনিতেই Y+ ক্যাটেগরির নিরাপত্তা পান। উপরন্তু একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সলমন। আত্মরক্ষার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি আদায় করেছেন। সম্প্রতি কিসি কি ভাই কিসি কা জান ছবির ট্রেলার লঞ্চেও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

গত মাসেও একটি হুমকি ইমেল এসেছিল গ্যাংস্টার গোল্ডি ব্রারের তরফে। ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে ভাইজানকে। তবে তিনি এতে খুব একটা বিচলিত নন বলেই জানা গিয়েছে। নিরাপত্তার যথাযথ ব্যবস্থা অবশ্য করে রেখেছেন সলমন। তবে ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে বাবা সেলিম খানের।

X