সলমনের ‘অন্ন দান চ‍্যালেঞ্জ’এ সাড়া দিয়ে লক্ষাধিক পরিবারকে রেশন দান বিধায়কের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার এক অভিনব উদ‍্যোগ নিলেন সলমন খান (Salman khan)। ‘অন্ন দিন চ‍্যালেঞ্জ’ (anna dan challenge) শুরু করলেন ভাইজান। লকডাউনে নানা ধরনের চ‍্যালেঞ্জের কথা শোনা যাচ্ছে প্রতিনিয়ত। এবার একটু ভিন্ন ধরনের চ‍্যালেঞ্জ শুরু করলেন অভিনেতা। আর তাঁর চ‍্যালেঞ্জ গ্রহণ করে ইতিমধ‍্যেই ১ লক্ষ ২৫ হাজার পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন মহারাষ্ট্রের এক বিধায়ক।


সলমনের ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষদের সাহায‍্যে এগিয়ে এসেছেন মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকী ও তাঁর ছেলে জিশান সিদ্দিকী। ১ লক্ষ ২৫ হাজারটি পরিবারের জন‍্য রেশন পাঠানোর ব‍্যবস্থা করেছেন তাঁরা। এই উদ‍্যোগের ছবি নিজের সোশ‍্যাল হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সলমন। সেই সঙ্গে সবাইকে আবেদন জানিয়ে বলেছেন, এই অন্ন দান চ‍্যালেঞ্জে অংশগ্রহণ করতে।

প্রসঙ্গত, এর আগেও সলমন নিজে ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিক পরিবারের জন‍্য রেশন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন। শুধু তাই নয়, পানভেলে নিজের বাগান বাড়ির আশেপাশের মানুষদের ও সেখানকার স্থানীয় বাসিন্দাদের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এর আগেই জানা গিয়েছিল ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকদের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন। তারপর ওই শ্রমিকদের জন‍্য ট্রাক ভর্তি করে রেশনও পাঠান সলমন খান।
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা পারিশ্রমিকের বন্দোবস্ত করেছেন সলমন। এমনকি এই কাজের জন‍্য ওই শ্রমিকদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ‍্যও পৌঁছে গিয়েছে অভিনেতার কাছে। পারিশ্রমিকের টাকা নিয়ে যাতে কোনও কারচুপি না হয়, সেই জন‍্যই এই ব‍্যবস্থা করেছেন অভিনেতা। যতদিন লকডাউন চলবে ততদিন এই কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন সলমন।

X