বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওতে কাপুরুষোচিত হামলার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে। বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রি থেকে তারকারা তীব্র প্রতিবাদ করেছে। এই তালিকায় রয়েছেন সলমন খানও (Salman Khan)। কাশ্মীর ‘নরক’এ পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছিলেন তিনি। এবার পহেলগাঁও হামলার প্রতিবাদে বড় পদক্ষেপ গ্রহণ করলেন ভাইজান।
কাশ্মীরের ঘটনায় বড় পদক্ষেপ সলমনের (Salman Khan)
পহেলগাঁও এর ঘটনায় গোটা দেশ যেমন শিউরে উঠেছে, তেমনি চলছে প্রতিবাদের ঝড়। তারকাদের অনেকেই বড় পদক্ষেপ নিয়েছেন এই ঘটনার প্রতিবাদ করতে। এবার সিদ্ধান্ত নিলেন সলমন (Salman Khan)। বিলেতের মাটিতে আপাতত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত রেখেছেন তিনি। পহেলগাঁও হামলার প্রতিবাদেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানা যাচ্ছে।
নেটপাড়ায় ঘোষণা অভিনেতার: সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সলমন (Salman Khan)। উল্লেখ্য, আগামী ৪ ঠা মে এবং ৫ ই মে শো ছিল বিলেতে। ৪ ঠা মে ম্যাঞ্চেস্টার এবং ৫ ই মে লন্ডনে ছিল শো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শো দুটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সলমন (Salman Khan)। শো বাতিলের কথা জানিয়ে সলমন লিখেছেন, ‘কাশ্মীরের নৃশংস ঘটনায় আমরা শোকস্তব্ধ। তাই ম্যাঞ্চেস্টার এবং লন্ডনের দ্য বলিউড বিগ ওয়ান শো স্থগিত রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
আরো পড়ুন : উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা কবে? দিনক্ষণ জানাল কাউন্সিল, কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট?
কবে হবে শো: অভিনেতা আরো লিখেছেন, ‘অনুরাগীরা এই শোয়ের জন্য কতটা অপেক্ষায় রয়েছে তা আমরা জানি। তবুও এই শোকের সময় অনুষ্ঠান স্থগিত রাখা কতটা প্রয়োজন তা আমরা অনুভব করেছি। আশা করি এই সিদ্ধান্তে অনুরাগীদের পাশে পাব’। আপাতত বাতিল করা হলেও শোগুলি পরে কবে অনুষ্ঠিত হবে তা এখনি নিশ্চিত করে জানানো হয়নি।
আরো পড়ুন : বেমালুম সুর ‘চুরি’ করে চালিয়ে দিলেন ছবিতে! এ আর রহমানকে মোটা জরিমানা আদালতের
প্রসঙ্গত, এর আগে ‘দাবাং ট্যুর’ করেছিলেন সলমন (Salman Khan)। এবারের ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে ভাইজান ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, টাইগার শ্রফের মতো তারকাদের।