গভীর রাতে ফুটপাতে ভিখারী খুঁজে বেড়াতেন সলমন! ফাঁস করলেন ভাইজানের নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বন্ধু ও শত্রু সম পরিমাণে রয়েছে সলমন খানের (Salman Khan)। বলিউডের ভাইজান তিনি, বিরাট ফ্যানবেস। তেমনি আবার অনেকের সঙ্গে শত্রুতাও করে বসে আছেন তিনি। বহুবার পুলিসি ঝামেলায় জড়িয়েছে সল্লু মিঞা। তাঁর বিরুদ্ধে ফুটপাতে শেয়ার থাকা ভিখারীদের গাড়ি চাপা দেওয়ারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার অভিনেত্রী আয়েশা ঝুলকা (Ayesha Jhulka) জানালেন, সলমন নাকি রাতের বেলা রাস্তার ধারে ভিখারী খুঁজে বেড়াতেন।

১৯৯১ সালে বলিউডে পা রেখেছিলেন আয়েশা। তাঁর প্রথম নায়ক ছিলেন সলমন। বহুদিন কোনো ছবিতে দেখা মেলেনি তাঁর। কিন্তু সম্প্রতি ‘হাশ হাশ’ ওয়েব সিরিজের হাত ধরে আবারো কামব্যাক করছেন তিনি। বলিউড তাঁকে ভুলতে বসলেও তিনি বলিউডকে ভোলেননি। এমনকি নিজের প্রথম ছবির নায়ক সলমনকেও মনে রেখেছেন আয়েশা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ভাইজানের ব্যাপারে কিছু কথা ফাঁস করেছেন আয়েশা। তিনি জানান, সলমন নাকি আগে গভীর রাতে ফুটপাতে ভিখারী খুঁজে বেড়াতেন। কিন্তু কেন? উত্তর দিতে গিয়ে সলমনের প্রশংসাই করেছেন আয়েশা। তিনি জানান, ছবির সেটে বেঁচে যাওয়া খাবারগুলো নষ্ট না করে ভিখারীদের দিতেন সলমন। রাত হয়ে গেলেও ঘুমন্ত মানুষগুলোকে তুলে তাদের মুখে খাবার তুলে দিতেন তিনি।

আয়েশা বলেন, তিনি যখন শুট সেরে বাড়ি ফিরতেন, প্রতি দিন দেখতেন বেঁচে যাওয়া খাবারগুলো যত্ন করে প্যাক করছেন সলমন। অভিনেত্রী বলেন, সলমন খুব ভাল মনের একজন মানুষ। এই জন্যই সকলে তাঁকে এতটা ভালবাসে। অভুক্ত মানুষ দেখলেই নিজে গাড়ি থেকে নেমে তাঁদের খাবার দিতেন সলমন।

ভাইজান নিজে একবার বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে সকলেই চ্যারিটি করেন। কেউ দেখিয়ে করেন, কেউ না দেখিয়ে। কিন্তু কেউ যদি লোক দেখানোর জন্যও চ্যারিটি করেন তাতেও তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন সলমন। চ্যারিটি করা নিয়ে কথা।

X