সলমনকে মারতে বাড়ির বাইরে রাখা শার্প শুটার, অল্পের জন‍্য প্রাণে বাঁচলেন ভাইজান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিরাট বড় ফাঁড়া কাটল সলমন খানের (Salman Khan)। বলিউড সুপারস্টারকে হত‍্যা করতে শার্প শুটার রাখা হয়েছিল তাঁর অ্যাপার্টমেন্টের ঠিক বাইরে। একটুর জন‍্য প্রাণে বেঁচে গেলেন ভাইজান। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কুখ‍্যাত গ‍্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর দিকে।

সম্প্রতি পঞ্জাবে হত‍্যা করা হয়েছে জনপ্রিয় র‍্যাপ গায়ক সিধু মুসে ওয়ালাকে। সেই হত‍্যাকাণ্ডে অন‍্যতম অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বিষ্ণোই এর নাম। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিস জানতে পারে এক বিষ্ফোরক তথ‍্য। লরেন্স বিষ্ণোই নাকি সলমনকে মারার জন‍্যও এক শার্প শুটারকে পাঠিয়েছিলেন।


একটি হকিস্টিকের মধ‍্যে লুকিয়ে বন্দুক নিয়ে এসেছিল ওই শার্প শুটার। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সলমনের বাড়ির ঠিক বাইরেই তক্কে তক্কে ছিল ওই শুটার। পরিকল্পনা ছিল, সকালে সলমন যখন সাইকেলে চড়ে মুম্বইয়ের রাস্তায় বেরোন তখনি তাঁকে মারা হবে।

কিন্তু ভাগ‍্য জোরে বেঁচে যান সলমন। যেদিন তাঁকে মারার পরিকল্পনা হয়েছিল, সেদিনই সকালে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিনেতার। সেই জন‍্য পুলিসের একটি গাড়ি এসে পৌঁছেছিল তাঁর বাড়িতে, তাঁকে নিরাপত্তা দিয়ে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন‍্য। পুলিস দেখেই ধরা পড়ার ভয়ে পিছিয়ে আসে শার্প শুটার। বরাত জোরে বেঁচে যান সলমন।

কিছুদিন আগেই সেলিম খান ও সলমন খানকে হুমকি দেওয়া একটি চিঠি উদ্ধার হয়েছিল বান্দ্রার ব‍্যান্ডস্ট‍্যান্ডে। সে ব‍্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ৬ জুন সলমনের গ‍্যালাক্সি অ্যাপার্টমেন্টে তদন্ত করতে পৌঁছেছিলেন কয়েকজন সিবিআই আধিকারিক।

কিন্তু সলমন নাকি কোনো রকম হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন। পুলিসকে দেওয়া বয়ানে অভিনেতা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কোনো হুমকি চিঠি বা ফোন তিনি পাননি। সেলিম খানেরও বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিস। অন‍্যদিকে কুখ‍্যাত গ‍্যাংস্টার লরেন্স বিষ্ণোই দাবি করেছেন, তিনি কোনো হুমকি চিঠি পাঠাননি সেলিম খানকে।

X