বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সহ উপাচার্য পদে নিযুক্ত ছিলেন। বাংলা বিভাগে পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এমনকি, তাঁর কাছে ক্লাস করার জন্য একাধিক ছাত্র-ছাত্রীদেরও আগমন ঘটত আর সেই অধ্যাপক তথা সহ উপাচার্য সামন্তক দাসের (Samantak Das) ঝুলন্ত দেহ এদিন তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হলো। এ খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
ইতিমধ্যেই সামন্তক দাসের মৃতদেহ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরেই সহ উপাচার্য পদে নিযুক্ত ছিলেন সামন্তকবাবু। কম্পারেটিভ লিটারেচার পড়ানোর পাশাপাশি সাহিত্য চর্চায়েও তাঁরর জ্ঞানের ভান্ডার ছিল বিশাল। জ্ঞানের সেই সমুদ্রের ছোঁয়া পেতে অন্যান্য ক্লাসের পড়ুয়ারাও সামন্তবাবুর ক্লাসে চলে আসতেন বলে জানা যায়। এক কথায় বলতে গেলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের প্রিয় অধ্যাপক ছিলেন তিনি। স্বভাবতই তাঁর এই মৃত্যুর খবরে ভেঙে পড়েছে সকলে।
সূত্রের খবর, প্রতিদিন রিজেন্ট পার্ক থানা সংলগ্ন রাণিকুঠির বাড়ি থেকেই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতেন সামন্তকবাবু। তবে এদিন ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া যায়নি তাঁকে। পরবর্তীতে, গাড়ি আসলেও কোনরকম ভাবে যোগাযোগ করা যায়নি তাঁর সাথে। এরপরেই ঘরের ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
উল্লেখ্য, কেরিয়ারের প্রথমে বিশ্বভারতীতে অধ্যায়ন করাতেন সামন্তক দাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগে চলেছিলেন সামন্তকবাবু। তার জেরেই এই পরিণতি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।