ভাসুরকে কাছে পেতে দেওরকে বিয়ে! উমা-অনুরাগের ছোঁয়া কী বার্তা দিচ্ছে সমাজকে?

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Bengali Serial) নিয়ে দর্শকদের সমস‍্যা অনেক। সিরিয়ালে নাকি গল্পের গরু গাছে ওঠে না, সোজা মহাকাশে পৌঁছে যায়। ঘোর অবাস্তব সব জিনিসপত্র দেখানো হয়। তবে তার মধ‍্যে একটা জিনিস কমন। সেটা হল অদ্ভূত উপায়ে বিয়ে। আরো একটি বিষয় শুরু হয়েছে। নায়িকাকে জব্দ করতে আর নায়ককে কাছে পেতে ভাসুর বা দেওরকে বিয়ে করা বসা খলনায়িকার।

শুরুটা হয়েছিল ‘মিঠাই’ (Mithai) দিয়ে। মিঠাইকে টাইট দিয়ে সিডকে নিজের করে পেতে বাড়ির বড় ছেলে সোমকে বিয়ে করে নিয়েছিল তোর্সা। যদিও সিড ‘বৌদিমণি’ ডেকে তার আশায় জল ঢেলে দেয়। তারপর উমা (Uma) এবং অনুরাগের ছোঁয়া (Anurager Chhoa) দুই সিরিয়ালেই দেখা গিয়েছে একই রকমের গল্প। শুধু ভাসুরটা বদলে গিয়ে হয়েছে দেওর।

1628140282228502 4
অভিমন‍্যুর সঙ্গে উমার বিয়ে হয়ে যাওয়ায় অভির ছোট ভাই রুদ্রকে বিয়ে করে বৌ হয়ে আসে খলনায়ক আলিয়া। অন‍্যদিকে অনুরাগের ছোঁয়ার গল্পটাও একই রকমের‍। ভাসুরকে না পেয়ে দেওরকে বিয়ে, সিরিয়ালের মাধ‍্যমে আদৌ সুস্থ সমাজের বার্তা যাচ্ছে?

সংবাদ মাধ‍্যমের প্রশ্নে ‘উমা’র প্রযোজক সুশান্ত দাস বলেন, অভিমন‍্যু এখন সত‍্যিই সম্পর্কে আলিয়ার ভাসুর হয়। গল্পটা এমন দিকে নিয়ে যাওয়ার সুবিধা হল একটা পরিবারের মধ‍্যেই রাখা যায়। সঙ্গে প্রযোজক আরো বলেন, অনেকেই প্রশ্ন করেন আদৌ কি বাস্তবের সঙ্গে সিরিয়ালের মিল হয়?

সেক্ষেত্রে বলতে হয়, বাস্তবে আরো ভয়াবহ এবং অবিশ্বাস‍্য সব সম্পর্কের খবর সংবাদ মাধ‍্যমেই উঠে আসে বারবার। লীনা গঙ্গোপাধ‍্যায়ের সিরিয়ালে ত্রিকোণ প্রেম, পরকীয়া দেখানো হয় বলে কত কথা উঠেছে। কিন্তু এগুলো কি অস্বাভাবিক? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রযোজক।

অন‍্যদিকে অনুরাগের ছোঁয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায় বলেন, সিরিয়ালের গল্প অনেক কিছু থেকে অনুপ্রাণিত হয়। তবে সবসময়ই ভালো মন্দের দ্বন্দ্বে সবসময় ভালোরই জিত দেখানো হয়। সেই সঙ্গে খারাপকেও ভাল পথে আনার বিষয়টা দেখানো হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর