বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হান্ট ডেস্কঃ সোমবারই হাই কোর্ট জানিয়ে দিয়েছে সন্দেশখালি (Sandeshkhali) যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর আদালতের সবুজ সংকেতের পরই সন্দেশখালির পথে রওনা দিলেন শুভেন্দু। মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছেন, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সিপিআই নেত্রী বৃন্দা কারাতও (brinda karat)। এদিকে নতুন করে সন্দেশখালির ৫ জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা।
এদিন সকাল থেকে সন্দেশখালির বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বিশাল পরিমাণ পুলিশ। বিরোধী নেতা-নেত্রীদের কর্মসূচি ঘিরে কোনো রকম অশান্তির ঘটনা এড়াতে বাড়তি তৎপরতায় রাজ্য পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। এর আগে মঙ্গলবারও সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু ২ বারই আটকে দেয় পুলিশ।
এরপরই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দেন, সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু। তবে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, কোনও উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না শুভেন্দু। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে পুলিশকে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখতে হবে।
সোমবার শুভেন্দু মামলার শুনানিতে পর্যবেক্ষণে বিচারপতি চন্দ বলেন, যে কোনও ব্যক্তি সন্দেশখালি যেতে পারেন। তাদের পুলিশ – প্রশাসন বাধা দিতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করবে আদালত। এভাবে ব্যক্তিবিশেষকে কাউকে আটকানো বেআইনি বলেও মন্তব্য করেন বিচারপতি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে শোরগোল! এবার সেই ব্যক্তিকে গ্রেফতার করে ফেলল ED, চরম বিপদে পার্থ
আদালতের সকল নির্দেশ মেনেই এদিন সকাল সকালে সন্দেশখালির পথে রওনা দিয়েছেন শুভেন্দু। এর আগে বাধা পেয়ে হুঙ্কার করে শুভেন্দু বলেছিলেন, আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালি ঢুকব। আর ঠিক তাই হচ্ছে। ওদিকে সন্দেশখালির প্রবেশপথগুলোতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার সকালেই নতুন করে সন্দেশখালির ৫ জায়গায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।