Big Breaking: আর জি কর কাণ্ডে নাটকীয় মোড়! তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক: আর জি কর কাণ্ডে নাটকীয় মোড়! অবশেষে তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এর পাশাপাশি CBI-এর তরফে গ্রেফতার করা হল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে আর জি কর হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় CBI গ্রেফতার করেছিল সন্দীপকে।

গ্রেফতার সন্দীপ ঘোষ (Sandip Ghosh):

তবে, এবার তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডেও সন্দীপকে গ্রেফতার করা হল। এদিকে, তথ্যপ্রমাণ লোপাট থেকে শুরু করে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরি করে FIR রুজুর অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে।

Sandip Ghosh Arrested.

প্রসঙ্গত উল্লেখ্য যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে শনিবার রাতেই এই দু’জনকে গ্রেফতার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এদিকে, ঘটনাচক্রে কিছুক্ষণ আগেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। যেখানে তাঁদের আলোচনার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ড নিয়ে চরণে উঠেছিল স্নায়ুযুদ্ধ। পাশাপাশি, শেষ পর্যন্ত আজকেও সম্ভব হয়নি এই বৈঠক।

আরও পড়ুন: “ভারতীয় দলকে বিশ্বের….”, বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বড় প্ৰতিক্রিয়া মর্নে মর্কেলের, কুড়োলেন প্রশংসা

সেই রেশ কাটতে না কাটতেই সন্দীপ সহ ওই পুলিশ আধিকারিকের গ্রেফতার হওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৯ অগাস্টের এই ঘটনার পরের দিনই মূল অভিযুক্ত হিসেবে সামনে আসা সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। তারপরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। এমতাবস্থায়, আজ গ্রেফতার হলেন আরও ২ জন। অর্থাৎ, এখনও পর্যন্ত তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে মোট ৩ জনকে গ্রেফতার করা হল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর