বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর জমানায় আরজি করের অন্দরে হওয়া ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে সন্দীপ ঘোষের। এবার সেই ব্যক্তিই ফের একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন।
হাইকোর্টের (Calcutta High Court) কাছে ফের জামিনের আর্জি সন্দীপের
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম সন্দীপকে (Sandip Ghosh) গ্রেফতার করে সিবিআই। এরপর চিকিৎসক ধর্ষণ খুনের মামলাতেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়। এবার সেই সন্দীপ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদন করেছেন বলে খবর। আজ বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আদালত সূত্রে খবর, হাইকোর্টের (Calcutta High Court) আগের নির্দেশ অনুযায়ী আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতি মামলায় গত ২১ অক্টোবর আলিপুর নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল। তবে সেদিন তেমনটা হয়নি। এমনকি সন্দীপকে হেফাজতে নেওয়ার কোনও আবেদনও জানানো হয়নি বলে খবর। তাই আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তাঁর জামিনের আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বদরবারে উজ্জ্বল বাংলার মুখ! কলকাতার মুকুটে নয়া পালক! সুখবর দিলেন খোদ মুখ্যমন্ত্রী
যদিও এই প্রথম নয়, এর আগেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জরুরি ভিত্তিতে সেই মামলা শোনার আবেদন জানিয়েছিলেন সন্দীপ। তবে তাঁর সেই আবেদনে আমল দেয়নি উচ্চ আদালত। এবার জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর এক এক করে প্রকাশ্যে আসতে থাকে সন্দীপের আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। বর্তমানে সেই মামলার তদন্ত করছে সিবিআই। আরজি কর দুর্নীতি এবং চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড, দুই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ।