প্রকাশ্যে এল বড় আপডেট! এবার হাতে হাতকড়া পরল সন্দীপের! খেলা শুরু CBI কর্তাদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অন্যান্য দিনের মতো আজও সিজিও কমপ্লেক্সে ‘হাজিরা’ দিতে আসেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তবে আজ সন্ধ্যার পর সিবিআই (Central Bureau of Investigation) আধিকারিকেরা সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে গেলেন সন্দীপ ঘোষকে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সন্দীপ ঘোষকে সিবিআই নিয়ে যায় নিজাম প্যালেসে।

সন্দীপ ঘোষের (Sandip Ghosh) গ্রেফতারি

টানটান উত্তেজনার মধ্যে সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এবার কি তাহলে গ্রেফতার হবেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)? তবে, সব অপেক্ষার অবসান ঘটিয়ে আটক হন সন্দীপ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট আরজি কর কান্ডের তদন্তভার গত ১৫ ই আগস্ট তুলে দিয়েছিল সিবিআই-এর হাতে। তারপর থেকে প্রায় প্রত্যেক দিনই সিবিআই আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছেন সন্দীপ ঘোষকে।

আরোও পড়ুন : TRP উঠবে হুড়মুড়িয়ে! ‘নিম ফুলের মধু’তে আসছে তুলকালাম ‘বিবাহ অভিযান’ পর্ব

১৫ দিনে প্রায় ১৫০ ঘন্টা জেরার সম্মুখীন হয়েছেন সন্দীপ ঘোষ। একদিন সিবিআই আধিকারিকেরা হানা দিয়েছিলেন সন্দীপ ঘোষের বাড়িতেও। সেদিন অবশ্য সিজিওতে আসতে হয়নি সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। ১৬ ই আগস্ট থেকে প্রায় প্রত্যেকদিন সিবিআই ডেকে পাঠাচ্ছিল সন্দীপ ঘোষকে। তবে গত শনি ও রবিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আসতে দেখা যায়নি সন্দীপ ঘোষকে।

সিবিআই ডাকেনি নাকি সন্দীপ ঘোষ নিজে হাজিরা এড়িয়ে গিয়েছেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি অবশ্য। তবে আজ অর্থাৎ সোমবার সকাল হতেই ‘নিয়মমাফিক’ সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন সন্দীপ ঘোষ। সারাদিন জিজ্ঞাসাবাদের পর আজ সন্ধ্যায় সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়ে যায় সিবিআই এর একটি দল। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। জিজ্ঞাসাবাদের ১৫ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X