‘ভেবেছি মালদ্বীপই কেন…’, মোদীর সমর্থনে লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করলেন সন্দীপ্তা, দিলেন বিশেষ বার্তা

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি কিছুদিন ধরেই মলদ্বীপের বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ঝড় উঠেছে। মলদ্বীপের (Maldives) এক মন্ত্রীর দেশের প্রধানমন্ত্রীকে (Prime Minister) নিয়ে কটাক্ষ করেছেন। যা দেশের কেওই সহ্য করতে পারেননি। এই বিষয় নিয়ে গত কিছুদিন ধরে  শোরগোল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যদিও  মলদ্বীপের সেই মন্ত্রীকে দেশের বলিউড তারকারাও পর্যন্ত জবাব দিতে ছাড়েননি। এবারে সেই তালিকায় সামিল হতে দেখা গিয়েছে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) সন্দীপ্তা সেনকে। কী বললেন তিনি এই বিষয় নিয়ে? চলুন দেখে নি।

সন্দীপ্তা সেন (Sandipta Sen) গত কয়েক বছর আগে লাক্ষাদ্বীপ (Lakshadweep) ঘুরতে গিয়েছিলেন। সেই সময় সালটা ছিল ২০১৮। লাক্ষাদ্বীপ ভ্রমণের সময় একাধিক ছবি তুলেছিলেন। সেই সকল ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। বিভিন্ন পোজ দিয়ে তিনি সমুদ্র সৈকতের (Sea Beach) ধারে ছবি তুলেছিলেন। সেই ছবিগুলিতে দেখা গিয়েছিলো নীল জল (Blue Water), সাদা বালি (White Sand) এবং প্রাকৃতিক সৈন্দর্য্য (Nature Beauty)। তাহলে, বলা যেতেই পারে লাক্ষাদ্বীপ সব দিক দিয়েই গোল দেবে মলদ্বীপকে।

সন্দীপ্তা সেন তার ছবিগুলি শেয়ার করে লিখে ছিলেন, ‘আমি ঘুরতে গেছিলাম ২০১৮ সালে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। সেটি মলদ্বীপের চেয়ে কোনও অংশেই কম না। তারপর থেকেই এই কথাটা আমি ভেবেছি কেন মলদ্বীপের তুলনায় লাক্ষাদ্বীপ জনপ্রিয় নয়। এখন নেটদুনিয়ায় যা চলছে তা থেকে আমি আশা করি যে এবার হয়তো মানুষ লক্ষ্য করতে শুরু করবে। মানুষ বুঝবে যে আমাদের দ্বীপগুলি কত সুন্দর এবং ভারত সত্যি কত সুন্দর’।

সম্প্রতি কিছুদিন আগেই লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সমুদ্র সৈকতে তিনি অনেকটা সময় একান্তে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী সকলকে লাক্ষাদ্বীপ ভ্রমণে আসার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন, বিদেশের সৈকতে যাওয়ার আগে যেন ভারতীয়রা নিজের দেশের জায়গাগুলিকে ঘুরে দেখেন’। এই কথার পর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি কিছু নেতা-মন্ত্রীরা। আর তাতেই রেগে প্রতিবাদের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার পর বড় বড় তারকা, খেলোয়াড় এবং দেশের মানুষ জবাব দিতে ছাড়েননি। তাদেরই মধ্যে বলিউডের অক্ষয় কুমার (Akshay Kumar), শ্রদ্ধা কাপুর (Sradha Kapur), বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag), জন আব্রাহাম (John Abraham), মাধবন (Madhaban), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং খেলোয়াড়দের মধ্যে ধোনি (Mahendra Singh Dhoni), সচিনের (Sachin Tendulkar) মতো অনেকেই মলদ্বীপের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাছাড়া দেশের বহু মানুষ মলদ্বীপ যাওয়ার বুকিং ক্যানসেল করেছেন। তাছাড়া ‘বয়কট মলদ্বীপ’ লিখে মানুষ নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় তুলে দিয়েছেন। মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমান স্থগিত করে দেওয়া হয়েছে। এবারে সকলকে নিজের দেশের লাক্ষাদ্বীপ ঘুরার আহ্বানের উপর জোর দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর