ট্রেনের মহিলা কামরায় উঠে প্রকাশ‍্যে অশ্লীল আচরণ যুবকের! ভিডিও শেয়ার করে প্রশাসনে অভিযোগ করলেন স‍্যান্ডি সাহা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মজাদার ভিডিও বানিয়ে যেমন সকলের মনোরঞ্জন করতে পারেন তেমনি অন‍্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে জানেন স‍্যান্ডি সাহা (sandy saha)। বেশিরভাগ সময়ে বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ে হাস‍্যকর ভিডিও বানাতেই দেখা যায় তাঁকে। কিন্তু দরকার পড়লে জোর গলায় প্রতিবাদও করতে জানেন স‍্যান্ডি। সাম্প্রতিক একটি ঘটনায় আবারো প্রমাণ মিলল তার।

নিজের অফিশিয়াল ফেসবুক হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে সুর চড়িয়েছেন ইউটিউবার। ট্রেনের মহিলা কামরায় এক ব‍্যক্তির অভব‍্য আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিসের হস্তক্ষেপ দাবি ক‍রেছেন তিনি। জানা যাচ্ছে, গত শনিবার হাওড়া-মেদিনীপুর লোকালে ঘটেছে এই ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের মহিলা কামরায় উঠে এক ব‍্যক্তি অশ্লীল আচরণ করে চলেছেন।


কয়েকজন মহিলার গায়ে হাত দেন ওই ব‍্যক্তি। মহিলারা চিৎকার শুরু করলে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর হঠাৎ করেই হস্তমৈথুন শুরু করেন। এরপরেই মহিলারা সমবেত হয়ে চিৎকার শুরু করেন। কয়েকজন জুতো উঁচিয়ে এগিয়েও যান ওই ব‍্যক্তির দিকে। কিন্তু কোনো পাত্তাই দেননি ওই ব‍্যক্তি। বাংলাহান্ট এই ভিডিওর সত‍্যতা যাচাই করেনি।

ভিডিওটি শেয়ার করে গর্জে উঠেছেন স‍্যান্ডি। কমেন্টে কলকাতা পুলিসকে ট‍্যাগ করে তিনি লিখেছেন, ‘গতকাল সকাল ট্রেনে ৮ঃ৫০ এর হাওড়া থেকে মেদিনীপুর লোকাল লেডিস কামরায় এই মানুষরূপী নরপিশাচ টি উঠেছিল, প্রশাসনের কাছে এই অনুরোধ এই  পিশাচের জন্য উচিত শিক্ষা হয়।’ এ প্রসঙ্গে একটি লাইভ ভিডিও করেছেন স‍্যান্ডি। নেটিজেনরাও ক্ষোভ উগরে দিয়েছেন কমেন্ট বক্সে।

ইউটিউব ও বিভিন্ন সোশ‍্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে ভিডিও বানিয়েই সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছেন স‍্যান্ডি সাহা। বাঙালি ইউটিউবারদের তালিকায় জনপ্রিয় নাম স‍্যান্ডি। অনুগামীদের বিনোদন দিতে ভোলেন না স‍্যান্ডি। তার জন‍্য সবকিছুই করতে রাজি তিনি। তবে যেভাবে অন‍্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি তাতে প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের।

সম্পর্কিত খবর

X