এক ফ্রেমে স‍্যান্ডি-শুভেন্দু! বিরোধী দলনেতার সঙ্গে সেলফি ভাইরাল ইউটিউবারের

বাংলাহান্ট ডেস্ক: স‍্যান্ডি সাহা (sandy saha) কখন কী করে বসেন, তা বোঝার সাধ‍্য কারোর নেই। চর্চায় থাকতে সমস্ত ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানান তিনি। সেটা বাদামের মালা পরে ‘কাঁচা বাদাম’ গানে নাচই হোক বা শোভন বান্ধবী বৈশাখীর তাতা থৈথৈ গানে নাচ। স‍্যান্ডি যা করেন সবই ভাইরাল। বাদ যায়নি রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সঙ্গে তাঁর ছবিও।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে স‍্যান্ডির একটি ছবি এই মুহূর্তে নেটদুনিয়ায় চর্চার অন‍্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই ফ্রেমে ধরা দিয়েছেন স‍্যান্ডি ও শুভেন্দু। আসলে একই বিমানে চেপে কোথাও একটা যাচ্ছিলেন তাঁরা। বিরোধী দলনেতাকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি স‍্যান্ডি।

164432885410
ছবিতে দেখা যাচ্ছে, স‍্যান্ডির পাশের সিটেই বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। ইউটিউবার সেলফি তুলতেই হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ছবিটিকে ঘিরে আপাতত চর্চা তুঙ্গে। একই বিমানে কোথায় যাচ্ছিলেন তাঁরা তা জানা যায়নি। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গেও সেলফি তোলার জন‍্য স‍্যান্ডিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

স‍্যান্ডি যে কোথাও একটা যাচ্ছেন তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। ঘরে পরার নাইটি পরেই বিমানবন্দরে ঢুকে পড়েছিলেন তিনি। পুরো ঘটনাটাই ভিডিও করেছেন তিনি। বিমানবন্দরের মধ‍্যে একটি নামী মোমোর দোকান থেকে মোমোও খান স‍্যান্ডি।

তারপর সেই দোকানের সামনেই ‘টুনির মা’ গানে নাচতে শুরু করে দেন তিনি। মোমো হাতে নিয়ে এক সহযাত্রী পুরুষকে বিয়ের প্রস্তাব দেন স‍্যান্ডি। পালটা তাঁকেও মজা করতে দেখা যায় ইউটিউবারের সঙ্গে। শুধু বিমানবন্দরে ঢুকে মোমো খাওয়া বা নাচ করেই থেমে থাকেননি স‍্যান্ডি।

নাইটি পরেই প্লেনে চড়েছেন তিনি। নিজেকে ‘নাইটি বৌদি’ বলে পরিচয় দিয়েছেন  তিনি। প্লেনে উঠে ম‍্যাগি ও কাজু বাদামের অর্ডার দেন স‍্যান্ডি। আবার প্লেনের মধ‍্যেই কাজু বাদামের প‍্যাকেট হাতে ‘কাঁচা বাদাম’ গান জুড়ে দেন তিনি।
স‍্যান্ডির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, নাইটি পরে প্লেনে চড়তে একমাত্র স‍্যান্ডিই পারেন। তবে তিনি কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। অনেকে লিখেছেন, গোয়া যাচ্ছেন স‍্যান্ডি।

Niranjana Nag

সম্পর্কিত খবর